রাঙ্গামাটিতে ডিজিএফআই ও সেনাসদস্য কর্তৃক পিসিপি কর্মী শোভন চাকমা আটক, এখনও হদিশ নেই

0
1981

হিল ভয়েস, ৪ মার্চ ২০২০, রাঙ্গামাটি:  গত ৪ মার্চ ২০২০ সকাল আনুমানিক ১০:০০ টায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও সেনাবাহিনীর রাঙ্গামাটি জোনের সাদা পোশাকধারী একদল সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের কল্যাণপুর মুখ এলাকা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি পাবলিক কলেজ শাখার সাধারণ সম্পাদক শোভন চাকমা ওরফে সুমনকে (১৯) আটক করে নিয়ে যায়।

শোভন চাকমা রাঙ্গামাটি পাবলিক কলেজের এইস এস সি ২য় বর্ষের একজন ছাত্র। কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং কোথায় তাকে আটক করে রাখা হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, আটকের সময় শোভন চাকমা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগের অংশ হিসেবে কল্যাণপুর রাবিরা পাঠাগার ক্লাব এর পক্ষ হয়ে স্থানীয় দোকানি ও সবজি বিক্রেতাদের নিকট হতে নির্ধারিত হারে টাকা উত্তোলন করছিল। দোকানি, বিক্রেতা ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্তেই এই উদ্যোগ নেয়া হয়েছিল।

উল্লেখ্য, রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্ব উদ্যোগে টাকা উত্তোলন করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেছিল।