জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ১৯তম অধিবেশন স্থগিত

0
704

হিল ভয়েস, ৫ মার্চ ২০২০, নিউইয়র্ক:  গত ৫ মার্চ ২০২০ করোনা ভাইরাস কোভিড-১৯ নিয়ে বর্তমান উদ্বেগের আলোকে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) সদস্যরা পরবর্তী তারিখ নির্ধারিত না হওয়া পর্যন্ত ফোরামের আসন্ন ১৯তম অধিবেশনটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। যেটি মূলত আগামী ১৩-২৪ এপ্রিল ২০২০ অনুষ্ঠিত করার সময়সূচি নির্ধারিত ছিল।

স্থায়ী ফোরামের সদস্যরা উল্লেখ করেন যে, তারা হালকাভাবে এই সিদ্ধান্ত নেননি, তবে বিশ্বাস করেন যে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব সম্পর্কিত অসাধারণ পরিস্থিতির আলোকে এবং স্থায়ী ফোরামের বার্ষিক অধিবেশনে উচ্চ পর্যায়ের অংশগ্রহণকে বিবেচনা করে গ্রহণ করার মত এটাই একমাত্র দায়িত্বপূর্ণ পদক্ষেপ।
একটি অতিরিক্ত কারণ হচ্ছে, ইতোমধ্যে আশঙ্কাজনক স্বাস্থ্য পরিস্থিতি যাতে অনেক আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করে থাকে এবং প্রতিকূল প্রভাবসমূহ এড়িয়ে চলা জরুরি।

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের চেয়ারপার্সন এ্যান নুওরগাম গত ৫ মার্চ অধিবেশন স্থগিতকরণের বিষয়টি অবহিত করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভাপতি মিস মোনা জুল এর নিকট একটি চিঠি পাঠিয়েছেন।