রক্তিম পাহাড়

0
418

গৌতম চাকমা

দেখতে দেখতে কেটে গেলো ২৬টি বৎসর
ফিরে এলো আবারো ২ ডিসেম্বর,
রক্তাক্ত সংঘাত আর প্রাণের বিনিময়ে
প্রতিশ্রুতি দিয়েছিলে এই দিনে।

অভিশপ্ত জীবন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
পথ চেয়ে বসে আছে
ক্ষেতে খাওয়া দিনমজুর রিকশাওয়ালা জুম্ম পাহাড়ি,
কবে মুক্তির ডানা মেলবে?

আর কতোদিন জীবন্ত লাশ হয়ে থাকবো
তোমার এই অবহেলা একদিন
ভয়াবহ রূপে রূপান্তরিত হবে।
সবুজ পাহাড় রক্তিম হয়ে উঠবে,
তাহলে কি সেদিনের অপেক্ষায় আছো?

চাও কি তবে শান্ত পাহাড় অশান্ত হোক?
রক্তের বিধ্বংসী বন্যায় প্লাবিত হোক পাহাড়?
তবে মোরা প্রস্তুত হাজারো তারুণ্য
রক্তের বিনিময়ে মুক্তির মশাল জ্বালাতে।