বড়লেখায় দুর্বৃত্তদের কর্তৃক আদিবাসী খাসিদের তিনটি পানজুম দখল ও এক হাজার গাছ কর্তন

0
604

হিল ভয়েস, ৪ জুন ২০২১, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বহিরাগত দুর্বৃত্তদের কর্তৃক আদিবাসী খাসি জনগণের তিনটি পানজুম বেদখল এবং অন্তত এক হাজার পান গাছ কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মে ২০২১ ও ৩০ মে ২০২১ পর পর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে ২০২১ একদল বহিরাগত দুর্বৃত্ত বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বনখোলা পুঞ্জিতে আদিবাসী খাসি জনগণের তিনটি পানের জুম বেদখল করেছে। গত ২৮ মে ২০২১ এই ঘটনায় বনখোলা পুঞ্জির বাসিন্দা ও ছোটলেখা চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে বড়লেখা থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগপত্রে নাম উল্লেখ করে ১৬ জন এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় খাসি অধিবাসীদের মতে, ছোটলেখা চা বাগান কর্তৃপক্ষ চা চাষের জন্য সরকারের কাছ থেকে ১,৯৬৮ একর পাহাড়ি ভূমি লীজ নেয়। পরে তারা বার্ষিক ১০ লাখ টাকা দামে খাসিদের নিকট ২৭২ একর ভূমি লীজ (সাব-লীজ) দেয়। কিন্তু গত ২৬ মে ২০২১ একদল বহিরাগত হঠাৎ স্থানীয় তৈরী অস্ত্র নিয়ে পুঞ্জিতে প্রবেশ করে এবং খাসি জনগণের তিনটি পান জুম বেদখল করে। এসময় বেদখলকারীরা সেখানে একটি অস্থায়ী বাড়িও গড়ে তোলে। বর্তমানে এই পুঞ্জিতে ৩৬ খাসি পরিবার রয়েছে বলে জানা গেছে।

খাসি সামাজিক পরিষদের সদস্য সাজু সাচিয়াং বলেন, এখানে সবসময় এধরনের ভূমি বেদখলের মত ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, এখানে একটি বহিরাগত গোষ্ঠী রয়েছে যারা সবসময় আদিবাসীদের ভূমি বেদখল করতে উদগ্রীব থাকে। তিনি দুর্বৃত্তদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

অপরদিকে, গত ৩০ মে ২০২১ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা একই ইউনিয়নের আগর পুঞ্জিতে অবস্থিত আদিবাসী খাসিদের এক হাজার পানের গাছ কেটে দিয়েছে। সকালে ঘুম থেকে জাগার পর ঘটনাটি দেখে, ভুক্তভোগী আদিবাসী খাসিরা কান্নায় ভেঙে পড়ে। ধারণা করা হচ্ছে, পানের গাছ কেটে দিয়ে আদিবাসীদের ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৮ আদিবাসী খাসি পরিবার বসবাস করে বলে জানা গেছে। আদিবাসীরা সেখানে জীবিকা নির্বাহের জন্য যুগ যুগ ধরে এই পানের চাষ করে আসছে।

জানা গেছে, এই পুঞ্জির প্রধান (ঐতিহ্যগত নেতা) সুখমান আমেস ঘটনার দিনই বড়লেখা থানায় একটি জিডি দায়ের করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত, আজ (৪ জুন ২০২১) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এএসপি (সার্কেল) ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ একটি দল ছোটলেখা চা বাগানের অন্তর্গত বনাখালা খাসি পানপুঞ্জিতে অভিযান চালিয়ে অবৈধ দখলকারিদের উচ্ছেদ করেছে বলে খবর পাওয়া গেছে।

তবে এখনও পর্যন্ত অভিযুক্ত অবৈধ দখলদার এবং পান গাছ কর্তনকারী কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অপরদিকে ক্ষতিগ্রস্ত অসহায় আদিবাসী খাসিদের ক্ষতিপূরণের ব্যাপারেও কোন উদ্যোগের কথা জানা যায়নি।