বিলাইছড়ির ফারুয়ায় সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্মকে মারধর

0
840

হিল ভয়েস, ২৭ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সেনাবাহিনী কর্তৃক বাবুল মারমা, পীং-আতুইসে মারমা নামে এক নিরীহ জুম্ম গ্রামবাসী বেদম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু কী কারণে তাকে মারা হলো তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৬ ডিসেম্বর ২০২০ আনুমানিক দুপুর ১:০০ টায় বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের তক্তানালা সেনা ক্যাম্পের কম্যান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার রমজান আলীর নেতৃত্বে একদল সেনাসদস্য পার্শ্ববর্তী জুম্ম বসতিতে গিয়ে কোনো কারণ ছাড়াই বাবুল মারমাকে মারধর করে।

সেনাবাহিনী কর্তৃক বিনা কারণে বাবুল মারমাকে মারধরের ঘটনায় তক্তানালা জুম্ম গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

উক্ত সেনা কর্মকর্তা ইতিপূর্বেও একাধিকবার নারীসহ জুম্মদের নানাভাবে হয়রানি, হেনস্থা ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ২০২০ সেনাবাহিনীর এই সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রমজান আলী সন্ধ্যার দিকে তক্তানালা দক্ষিণ পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে ১৭ বছরের এক তঞ্চঙ্গ্যা কিশোরীকে ১০ হাজার টাকায় ক্রয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে মধ্যপ অবস্থায় উক্ত ওয়ারেন্ট অফিসার জোর করে ওই কিশোরীকে ক্যাম্পে নিয়ে যেতে চাইলে জনগণ বাধা দেয় এবং জনগণের সাথে ধস্তাধস্তিতে জড়িত হন। পরে মেয়েটি অনুষ্ঠান থেকে পালিয়ে গিয়ে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় গ্রহণ করে।