বিলাইছড়িতে সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক জুম্ম গ্রামবাসীর হলুদ লুট, ১০ হাজার টাকা চাঁদা দাবি

0
1255

হিল ভয়েস, ১৫ মার্চ ২০২৪, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সদর এলাকা থেকে এক জুম্ম গ্রামবাসীর কাছ থেকে প্রায় সাড়ে ৮ মন পরিমাণ শুকনা হলুদ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সন্ত্রাসীরা ওই জুম্ম গ্রামবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদাও দাবি করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আজ ১৫ মার্চ ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে সাগর চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল বিলাইছড়ি উপজেলা সদর বাজার ঘাট থেকে সুন্দরমনি চাকমা (৪৭), পীং-অজ্ঞাত নামে এক জুম্ম গ্রামবাসীর কাছ থেকে সাড়ে ৮ মন পরিমাণ শুকনো হলুদ লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা সুন্দরমনি চাকমার কাছে ১০ হাজার টাকা চাদাও দাবি করে এবং না দিলে ব্যবসা বন্ধ করে দেবে বলে হুমকি প্রদান করে। এরপর অন্যান্য জুম্ম কাঁচামাল বিক্রেতাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সুন্দরমনি চাকমা নিজেদের চাষ করা ঐ শুকনো হলুদ বিক্রির জন্য বাজারে আনেন। ঐ হলুদের বর্তমান বাজারমূল্য ৬৪ হাজার টাকার চেয়ে বেশি।

একটি সূত্র জানায়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা স্থানীয় সেনাবাহিনী, ডিজিএফআই ও স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সহযোগিতা নিয়ে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার হেডম্যান-কার্বারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের রাঙ্গামাটির জীবতলিতে অবস্থিত আস্তানায় কয়েকবার ডেকে সভা করে, চিঠি দিয়ে এবং বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছিল। যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় সন্ত্রাসীরা তাদেরকে মারধরসহ বিভিন্ন কায়দায় হুমকি দিয়ে আসছিল।