বান্দরবান ও পানছড়িতে সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ২ নিরীহ গ্রামবাসীকে অপহরণ

0
564
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ৬ ফেব্রুয়ারি ২০২২, পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের ২ নং কুহালং ইউনিয়নের কিবুক পাড়ায় সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ১ জনকে মারধরের পর মুক্তিপণ আদায় ও খাগড়াছড়ির জেলার পানছড়ি থানাস্থ আদি ত্রিপুরা পাড়া থেকে ১ জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) অপরাহ্ন ২:৩০ টায় বান্দরবানের ২ নং কুহালং ইউনিয়নের কিবুক পাড়ার বাসিন্দা রত্নসেন তঞ্চঙ্গ্যা (৪৮), পিতা- মহেন্দ্র তঞ্চঙ্গ্যাকে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজারে এনে ভুক্তভোগী ব্যক্তিকে প্রচণ্ড মারধর করার পর একলক্ষ টাকা মুক্তিপণ ও মুচলেকা নিয়ে সন্ধ্যার দিকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, অপহরণের নেতৃত্ব দেন সন্ত্রাসী অটল চাকমা, রামতংসাং বম (মালেক) ও ওয়াইমং মারমা ।

অপরদিকে, সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক খাগড়াছড়ি জেলার পানছড়ি থানাস্থ আদি ত্রিপুরা পাড়ার বাসিন্দা কাঞ্চনময় ত্রিপুরা (৪৯), পিতা-অজ্ঞাত কে অপহরণের করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) পানছড়ি বাজারের শুকতারা বোর্ডিংয়ে অবস্থানরত সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের ৫/৬ জনের একটি সশস্ত্র দল রাত সাড়ে ৮ টার সময় সিএনজি যোগে পানছড়ি সদর ইউনিয়নের কলাবাগান এলাকার রাস্তা থেকে জনৈক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর কাঞ্চনময় ত্রিপুরাকে সেনাবাহিনীর পানছড়ি সাব-জোনে নিয়ে যাওয়া হয় বলে এক প্রত্যক্ষদর্শী জানায়।