বান্দরবানের টংকাবতীতে চাঁদা তুলতে গিয়ে গণধোলাই খেলো দুই ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী

0
312
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১৬ সেপ্টেম্বর ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলাধীন সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিক-ফিল্ড বাজার এলাকায় জোরপূর্বক চাঁদা তুলতে গিয়ে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের দুই সদস্য স্থানীয় জনগণের গণধোলাই খেয়েছে বলে খবর পাওয়া গেছে। গণধোলাই দেয়ার পর স্থানীয় জনগণ নিজেরাই ওই দুই চাঁদাবাজকে বান্দরবানে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ সকালের দিকে বান্দরবান সদর থেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের দুই কর্মী মোটর সাইকেল যোগে টংকাবতী ইউনিয়নের ব্রিক-ফিল্ড বাজারে চাঁদা তুলতে যায়। চাঁদা তোলার এক পর্যায়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ওই দুই কর্মী একটি চায়ের দোকানে বসে নাস্তা খাওয়া শুরু করে এবং তাদের একটি পিস্তল টেবিলের একপাশে রাখে। এসময় বাজারে আসা জনগণের কয়েকজন হঠাৎ করে টেবিলে রাখা ঐ পিস্তলটি নিজেদের দখলে নেয় এবং সাথে সাথে আশেপাশের উত্তেজিত জনতা সেখানে এসে ওই দুই চাঁদা সংগ্রহকারীকে গণধোলাই দেয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ওই দুই কর্মীর মধ্যে একজনের নাম বিকাশ চাকমা এবং অপরজন মারমা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তবে তার নাম জানা যায়নি। এই দুই চাঁদা সংগ্রাহক প্রায়ই ঐ এলাকায় পিস্তল দেখিয়ে পাড়াবাসীদের ভয় দেখাত এবং জোরপূর্বক চাঁদা আদায় করতো বলে জানা যায়। এমনকি তারা জেএসএস-এর পরিচয় দিয়ে টংকাবতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদা তুলতে যেত এবং পাড়াবাসীর সাথে নানাভাবে খারাপ ব্যবহার করত বলে জানা যায়।

এদিকে ঘটনাটি নিয়ে আজ (১৬ সেপ্টেম্বর) সেনাবাহিনী স্থানীয় প্রান্তিলেক সেনা ক্যাম্পে ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে একটি সালিশের আয়োজন করে বলে জানা যায়। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর উক্ত দুই কর্মী উক্ত ঘটনায় তাদের পিস্তলের ৫টি (৯ এমএম) গুলি হারিয়ে গেছে বলে সেনাবাহিনীর নিকট অভিযোগ করেছে বলে জানা যায়।

জানা গেছে, সালিশে অংশগ্রহণের জন্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মংপু মারমা এবং টংকাবতী ইউপি চেয়ারম্যানও প্রান্তিলেক ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পাড়াবাসীর কেউই এই সালিশে অংশগ্রহণ করে নি। এমনকি টংকাবতী ইউপি চেয়ারম্যান স্বয়ং পাড়াবাসীদের নিতে আসলেও পাড়াবাসী ক্যাম্পে যেতে অস্বীকৃতি জানায়।

সুবলং-এ ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের সন্ত্রাসী তৎপরতা

হিল ভয়েসের বরকল উপজেলা প্রতিনিধি জানান, গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, রাত আনুমানিক ৯টা থেকে ১০টার দিকে নিতীশ চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ২৪/২৫ জনের একটি সশস্ত্র দল রাঙ্গামাটি জেলার বরকলের ১নং সুবলং ইউনিয়নের রূপবান গ্রামে কিরণময় চাকমা (৪৩), পীং-মৃত সূর্যসেন চাকমা নামে এক গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। তল্লাসির সময় সন্ত্রাসীরা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, পরিবারের সকলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া সন্ত্রাসীরা এই বাড়ি তল্লাসি, ভাঙচুর ও মোবাইল ছিনতাইয়ের তথ্য বাইরের কাউকে জানালে পরিবারের সদস্যদের অপহরণ অথবা খুন করা হবে বলে বাড়ির লোকদের হুমকি প্রদান করে।