বাঘাইছড়িতে এক আদিবাসী কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

0
2389
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৬ অগাস্ট ২০২২, রাঙ্গামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করেঙাতুলী বড়ুয়া পাড়া এলাকায় এক পাহাড়ি কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় সেই শিক্ষার্থীর বাবা গতরাতে বঙ্গলতলী ইউনিয়নের ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ধর্ষকরা হলেন বঙ্গলতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া সোহেল (২৬) । বাকী ৩ আসামি হচ্ছেন একই এলাকার মো. আরিফ (২৬), মো. রাশেল (২৯), অমল বড়ুয়া (৪৫) ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে বিপ্লব বড়ুয়া পূর্বপরিচয়ের সূত্র ধরে ধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থীকে জরুরি আলাপের কথা বলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে বিপ্লব বড়ুয়ার সাথে আরো যোগ দেয় যিশু চৌধুরী, অমল বড়ুয়া, মো. আরিফ ও মো. রাসেল নামের দুর্বৃত্তরা। ওইদিন রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে না ফিরলে তাকে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা।

পরে ১৬ জুলাই ভোররাতে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে জানায়, বিপ্লব বড়ুয়া ডেকে নেওয়ার পর অন্য আসামিরাসহ ওই ছাত্রীকে সেখানে আটকিয়ে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

তবে ওই ছাত্রীর পরিবার লোকলজ্জার ভয়ে এতদিন ঘটনাটি গোপন রাখে। পরে লোকের মুখে মুখে উক্ত ঘটনা নিয়ে কথা বলাবলি হতে থাকলে গতকালই ঘটনাটি সকলের মধ্যে জানাজানি হয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে ভিকটিমকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার আওতায় আনা হবে।’