বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক জোরপূর্বক বেআইনিভাবে এক জুম্মর সেগুন কাঠ জব্দ

0
402

হিল ভয়েস, ২ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা জোরপূর্বক বেআইনিভাবে এক জুম্ম সেগুন কাঠ বিক্রেতার নিজস্ব সেগুন কাঠ জব্দ করে ক্যাম্পে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জব্দকৃত সেগুনকাঠের পরিমাণ আনুমানিক ১৫০ ঘনফুট, যার স্থানীয় বাজারমূল্য ১ লক্ষ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই জুম্ম গ্রামবাসীর পরিচয়- রাঙায়্যা চাকমা, পীং-শরত্যা চাকমা, গ্রাম-চিন্তারাম ছড়া, ৫নং ওয়ার্ড, ৩০নং সারোয়াতলী ইউনিয়ন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, সকাল আনুমানিক ৮ টায় সারোয়াতলী বিজিবি ক্যাম্প কম্যান্ডার সুবেদার মো: কামাল এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সারোয়াতলীর চিন্তারাম ছড়া গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা রাঙায়্যা চাকমার বাড়ি থেকে উক্ত সেগুন কাঠগুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। উক্ত কাঠগুলি রাঙায়্যা চাকমার নিজস্ব বাগানের এবং জোত পারমিটের ডি ফরম করা। তিনি এই সেগুন কাঠগুলি নিজের বাড়ির উঠোনে বিক্রির জন্য বিছিয়ে রেখেছিলেন। জানা গেছে, রাঙায়্যা চাকমার এই কাঠগুলি আইনত বৈধ কাঠ।

একজন দরিদ্র গ্রামবাসীর এই কাঠ জব্দ করা মানে তাকে আর্থিকভাবে অনেক ক্ষতি করার সামিল বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী।

একটি সূত্র জানায়, পার্শ্ববর্তী লংগদুর ৩৭ বিজিবি রাজনগর জোনের জোন কমান্ডার লে. কর্নেল শাকিল এর নির্দেশে গাছগুলি জব্দ করা হয়।