বাঘাইছড়িতে এক জুম্মকে ও রামুতে আরেক রাখাইন যুবককে মারধর

0
645
আহত লুংক্য রাখাইন। ছবি: রামু নিউজ।

হিল ভয়েস, ২৩ মে ২০২০: এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সেটেলার কর্তৃক এক জুম্মকে মারধর এবং  কক্সবাজার জেলার রামুতে প্রভাবশালী ভূমিদস্যু কর্তৃক এক আদিবাসী রাখাইন যুবককে হামলা চালিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২২ মে ২০২০ শুক্রবার বিকেলে লিচু বিক্রি কেন্দ্র করে বাঘাইছড়ি উপজেলার আমতুলী ইউনিয়নে এক জুম্ম লিচু বিক্রেতা একদল সেটেলার কর্তৃক হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাকোয়াখালি গ্রামের যুদ্ধচন্দ্র চাকমার ছেলে প্রমোদ চাকমা (৩৮) এ হামলার শিকার হয় বলে জানা যায়।

জানা গেছে আমতুলী ইউনিয়নর চেয়ারম্যান রাসেল চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন সেটেলার প্রমোদ চাকমার উপর আকস্মিকভাবে এই হামলা চালায়।

অপরদিকে গত ১০ মে ২০২০ রাতে কমরু উদ্দিন মেম্বার নামে এক প্রভাবশালী ভূমিদস্যু মেরে ফেলার উদ্দেশ্যে কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল গ্রামের বাসিন্দা লুংক্য রাখাইনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে।

বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা ও থানায় অভিযোগ থাকা সত্ত্বেও কমরু উদ্দিন মেম্বার সন্ত্রাসী কায়দায়, বিরোধীয় জমি দখলের এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। কমরু উদ্দিন মেম্বার লুংক্য রাখাইনকে মেরে ফেলার হুমকি-ধামকি দিয়েযাচ্ছে।

ভূমিদস্যু কর্তৃক আদিবাসী সম্প্রদায়ের উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রামু উপজেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছে।