বাগান পরিস্কার করতে গিয়ে আলিকদমে সেটেলার কর্তৃক দুই জুম্মকে মারধর 

0
938

হিল ভয়েস, ৬ সেপ্টেম্বর ২০২০, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার আলিকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের  তৈন মৌজায় সেটেলার কর্তৃক দুই জুম্মকে মারধর করার ঘটনা ঘটেছে। ঘটনাটি গতকাল ৫ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১ তার দিকে ঘটে।

খবর নিয়ে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০:৩০ টার দিকে মংহ্লাচিং মারমা (৪২) পিতা-মংথুইখই (৭৮) পরিবারের লোকজন নিয়ে নিজ বাগানে (৫ একর) আগাছা পরিস্কার করতে যায়। এ সময় আবুল কাশেম পাড়ার বাসিন্দা সেটেলার বাদল ও তার দলবল মিলে লাঠিসোটা নিয়ে বাগান পরিস্কার করতে বাধা দেয়।

বাগানটি তার দখলে দাবি করে বাদল মং মং হ্লাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। প্রতি উত্তরে বাগান মালিকের ভাতিজা মংহ্লাচিং মারমা ( ২৫) বাদলকে কোন কাগজ পত্র আছে কিনা জিজ্ঞেস ও ভিডিও ধারণ করলে। পিছন থেকে সেটেলার বাদল ও তার দল-বল অর্তকিতে মংহ্লাচিং ও মং মং হ্লার উপরে হামলা চালায়। এতে মংহ্লাচিং ও তার কাকা মংমং হ্লা আহত হন। সাথে থাকা পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করার হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

এ ঘটনায় হামলার শিকার মংহ্লাচিং মারমা ন্যায়বিচার চেয়ে ২ নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমানের কাছে বিচার দিয়েছেন। তার উপস্থিতিতে আগামীকাল প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন বিচার কাজ করবেন বলে জানা গেছে।