বরকলে এক সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর জমি বেদখলের পাঁয়তারা

0
1831

হিল ভয়েস, ৩১ মার্চ ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন আইমাছড়া ইউনিয়নে এক সেটেলার বাঙালি কর্তৃক একজন জুম্ম গ্রামবাসীর ভোগদখলীয় জায়গাজমি বেদখলের পায়তারা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায় যে, বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের সেটেলার মো: শাহ জামালের ছেলে মোঃ রুবেল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ১৫৫ নং হেডবরিয়া মৌজার বাসিন্দা চন্দ্রকান্ত চাকমা পিতা মৃত সাগরচন্দ্র চাকমা-এর রেকর্ডীয় ও ভোগদখলীয় ধান্যজমি বেদখলের পায়তারা চালাচ্ছে।

গত ৩০ মার্চ ২০২০ সোমবার তারিখে চন্দ্রকান্ত চাকমা তার জমিতে ধান রোপনের জন্য মাটি কাটতে গেলে তাকে উক্ত মোঃ রুবেল তার দলবল নিয়ে এসে বাধা প্রদান করে। সেই সময়ে চন্দ্রকান্ত চাকমা তার ভোগদখলীয় জায়গার নথিপত্র দেখালে উক্ত সেটেলার নানাভাবে বাক-বিতন্ডা করার পর ফিরে যায়।

এরপরের দিন মো: রুবেল বরকল থানার ওসির নিকট মোখিক অভিযোগ দায়ের করে। এতে ওসি মো: জসিমউদ্দিন জমির মালিক চন্দ্রকান্ত চাকমাকে তলব করে। পরদিন চন্দ্রকান্ত চাকমা এবং মো: রুবেল তার দলবল থানায় হাজির হয়। মো: রুবেল থানায় কোন কাগজপত্র দেখাতে না পারলেও চন্দ্রকান্ত চাকমাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমতি দিতে থাকে।