পার্বতীপুরে ভূমিদস্যুদের হামলায় ২ নারীসহ ৩ আদিবাসী সাঁওতাল আহত

0
682

হিল ভয়েস, ২৭ এপ্রিল ২০২১, দিনাজপুর: দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার আদিবাসী সাঁওতাল অধ্যুষিত বড়চন্ডীপুর (বারকোনা) সাঁওতাল গ্রামে ভূমি বিরোধের জেরে ভূমিদস্যুদের হামলায় দুই নারীসহ তিন আদিবাসী সাঁওতাল আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানা গেছে।

গতকাল ২৬ এপ্রিল ২০২১ সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

হামলায় আহতরা হলেন বড়চন্ডীপুর (বারকোনা) গ্রামের বাসিন্দা রিস্কো মার্ডীর বড় ছেলের বউ শিউলী মুর্মু, ছোট ছেলে রেফায়েল মার্ডী ও ভাতিঝি ইভা মার্ডী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ভূমিদস্যু মাহাবুবুর রহমান ও তার পরিবার দীর্ঘদিন ধরে রিস্কো মার্ডীর ভোগদখলীয় ভূমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এনিয়ে ভূমিদস্যু মাহাবুবুর রহমান রিস্কো মার্ডীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করে, যা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা গেছে, গতকাল আনুমানিক সকাল ৯:৩০ টার দিকে রিস্কো মার্ডীর ছোট ছেলে রেফায়েল মার্ডী দক্ষিণ খেড়ুয়াপাড়ার ভ্যানচালক নিশীন রায় এর ভ্যানে করে ৩ বস্তা ধান নিয়ে তার পেছনে পেছনে সাইকেলে করে ধানভাঙ্গার উদ্দেশ্যে হলদীবাড়ী মিলের দিকে যাচ্ছিল। বারকোনা কারেন্টের হাট মসজিদ এর পার্শ্বে অবস্থিত ভূমিদস্যু মাহাবুবুর রহমান, পীং-মৃত আব্দুল জব্বার এর বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে মাহাবুবুর রহমান নিজেসহ তার তিন ছেলে মো: মোকাবের হোসেন, মো: মোদাসের হাসেন, মো: মোহিন হোসেন ও তার স্ত্রী মোছা: মোতাহারা খাতুন রেফায়েল মার্ডীকে সাইকেল থেকে জোরপূর্বক টেনে নামিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এসময় আশেপাশের লোকজন রিস্কো মার্ডীকে খবর দিলে সে তার পরিবারের লোকজন নিয়ে তার ছেলেকে উদ্ধার করতে গেলে দেখে তার ছেলেকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে এবং দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করা হচ্ছে। এসময় রেফায়েল মার্ডীকে উদ্ধারের চেষ্টা করলে রিস্কো মার্ডীর বড় ছেলের বউ শিউলী মুর্মু, স্বামী-মারসেল মার্ডী ও ভাতিঝি ইভা মার্ডী, পীং-নরেন মার্ডীকেও তারা মারধর করে জখম করে।

এসময় ভূমিদস্যুর পক্ষ নিয়ে মো: জিল্লুর রহমান এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের মারধরের উদ্দেশ্যে আসলে ভুক্তভোগীরা কোনরকমে দৌঁড়ে বাড়িতে পৌঁছে আত্মরক্ষা করতে সমর্থ হয়।

ভুক্তভোগী পরিবার আহতদের চিকিৎসার জন্য হাসাপাতালে নিতে চাইলে কারেন্টের হাট মসজিদ সংলগ্ন মোড়ে উপস্থিত ভূমিদস্যুরা হাসপাতালে যাওয়ার পথ আটকিয়ে রাখে এবং তাদেরকে জীবনে মেরে ফেলার হুমকীসহ ভুক্তভোগীর পরিবারের নারীদের অপহরণ করে নেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগীরা স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে খবর দিলে পার্বতীপুর মডেল থানার পুলিশ গ্রামে পৌঁছালে তাদের প্রহরায় আহতদের হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী রিস্কো মার্ডী বলেন, ভূমি বিরোধ সংক্রান্ত ঘটনার জের ধরেই রাস্তায় আমার ছেলেকে একা পেয়ে ভূমিদস্যুরা তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।

এ ঘটনায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ভুক্তভোগী সাঁওতাল পরিবারটির সাথে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের সাথে জমি নিয়ে বিবাদ চলছে। ভুক্তভোগীরা গরীব ও সংখ্যালঘু আদিবাসী হওয়ায় এখনো ন্যায্য বিচার পাচ্ছেনা। বরং তারা প্রতিনিয়ত অত্যন্ত ভয় এবং নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।

তিনি ভুক্তভোগী ঐ পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়ে আরো বলেন, স্বাধীন দেশে প্রভাবশালী ভূমিদস্যুরা জাল দলিল ও ছল-চাতুুরি করে দরিদ্র আদিবাসীদের জমি দখলের খেলায় মত্ত হয়ে আছে। এখন পর্যন্ত আদিবাসীদের জমি দখলের বেশীরভাগ ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তিনি সমতলের আদিবাসীদের ভূমি রক্ষায় অচিরেই স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।