নান্যাচরে সেনামদদপুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক এক কার্বারিসহ তিন গ্রামবাসী অপহৃত

0
261
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২৩ জানুয়ারি ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার নান্যাচর উপজেলাধীন নান্যাচর সদর ইউনিয়ন এলাকা থেকে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক এক কার্বারিসহ তিন নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে একই দিন সন্ধ্যার দিকে অপহৃত গ্রামবাসীরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

গতকাল ২২ জানুয়ারি ২০২৩ বেলা ২:০০ টার দিকে নান্যাচর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈচাকমা মুখ পাড়া থেকে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- তৈচাকমা মুখ পাড়ার (১) বন বিহারী খীসা (৪৫), পীং-মৃত সিংহ খীসা, তিনি নিজ গ্রামের কার্বারি; (২) সুশীল বিহারী খীসা (৫৫), পীং-মৃত চন্দ্র কিশোর খীসা ও (৩) অনয় দত্ত খীসা (৫০), পীং-মৃত চন্দ্র কিশোর খীসা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক বেলা ২:০০ টার দিকে জ্ঞান চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি দল তৈচাকমা মুখ পাড়ায় আসে। আসার সাথে সাথে তারা প্রথমে গ্রামের কার্বারি বন বিহারী খীসা ও সুশীল বিহারী খীসার বাড়ি ঘেরাও করে এবং বাড়ির সকল সদস্যদের মোবাইল কেড়ে নেয়। এরপর সন্ত্রাসীরা কার্বারি বন বিহারী খীসা ও সুশীল বিহারী খীসাসহ অনয় দত্ত খীসা নামে আরও এক গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

কি কারণে অপরহণ করা হয়েছে সেব্যাপারে জানা যায়নি। তবে ঐদিনই সন্ধ্যার দিকে অপহৃত গ্রামবাসীদের ছেড়ে দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে।