নবাবগঞ্জে আদিবাসী পরিবারকে মারপিট, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

0
954
ছবি: নিউজভিশনবিডি.কম

হিল ভয়েস, ২৭ জুন ২০২০, দিনাজপুর:  দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে এক আদিবাসী পরিবারকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২২ জুন ২০২০ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চক নওদা আদিবাসী পাড়ায়। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ওই ঘটনায় চক নওদা গ্রামের সুনীল মুর্মু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের নজমালের ছেলে তাহেরুল ইসলাম (৪৫), সাজু মিয়া (৩৬), শরিফুল ইসলাম (৩৬), মনারুল ইসলাম (৩০) এর সাথে পূর্ব জমি সংক্রান্তের জের ধরে কথাকাটাকাটি হয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট করতে থাকে। তাদের মারপিটের আর্তচিৎকারের সুনীল মুর্মুর স্ত্রী অনজুলী কিস্কু (৩০) এগিয়ে আসলে আক্রমণকারী তাহেরুল তাকে পিছন দিক থেকে মারতে থাকে।

এক পর্যায়ে মারতে মারতে সাজু তার স্ত্রীকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সুনীল মুমু‍র্র আত্মীয়-স্বজনরা এগিয়ে এলে আক্রমণকারীদের কবল থেকে অনজুলী কিস্কু রক্ষা পান।

এ ঘটনায় সুনীল মুর্মু বাদী হয়ে গত ২৪ জুন ২০২০ বুধবার নবাবগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ্য অভিযোগ দিয়েছেন।

এবিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

অভিযুক্ত তাহেরুল ও সাজুর সাথে যোগাযোগ করা হলে তারা মারপিট ও নারী নির্যাতনের অভিযোগটির সত্যতা নেই বলে জানান। তাদেরকে মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে বলে আত্মপক্ষ সমর্থন করেন।

সূত্র: নিউজভিশনবিডি.কম