নওগাঁয় আদিবাসী নারীর জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

0
838

হিল ভয়েস, ২৪ জুন ২০২০, নওগাঁ: নওগাঁ জেলার পোরশা উপজেলায় এক আদিবাসী বিধবা নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, পোরশা উপজেলার সারাইগাছি গ্রামের বিধবা সেনচেরি পাহানের (৫৫) ভোগদখলকৃত ০.৩৩ একর জমি দীর্ঘদিন থেকে ভূমিদস্যুরা জোরপূর্বক দখলের চেষ্টা এবং হুমকি-ধামকি দিয়ে আসছিল।

খোঁজ নিয়ে জানা যায়, ভূমিদস্যুরা ইতোমধ্যে উক্ত জমির অর্ধেকের বেশি জোরপূর্বক বেদখল করে নিয়েছে। গত ১৫ জুন ২০২০ সোমবার রাতে ভূমিদস্যুরা দলবল নিয়ে অস্ত্রসহ উচ্ছেদ ও জোরপূর্বক দখলের চেষ্টা করে।

দখলে বাধা দিলে বিধবাকে প্রাণনাশের হুমকি এবং বাড়ির আশেপাশের বিভিন্ন গাছপালা কেটে ফেলে ও বেড়া ভেঙ্গে পুকুরে ফেলে দেয়। বর্তমানে বিধবা সেনচেরি পাহান সেখানে উচ্ছেদ আতংক ও চরম নিরাপত্তহীনতায় বসবাস করছে।

এ ঘটনায় গত ১৬ জুন নিজে বাদী হয়ে একই গ্রামের খাদিমুল শেখ, আল মামুন শেখ, রফিক শেখ, মাসুদ, মেরাজ, রিফাত সহ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় আদিবাসী নেতাদের অভিযোগ, প্রথমদিকে এই ঘটনায় পুলিশ প্রশাসন গড়িমসি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা সমাধানের জন্য বৈঠকের কথা বললেও এখনো কোনো বৈঠক হয়নি।

সূত্র: জনজাতিরকণ্ঠ.কম