ধর্মীয় সংখ্যালঘুদের উপর হেফাজতের তান্ডবের প্রতিবাদে ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

0
776

হিল ভয়েস, ২১ মার্চ ২০২১, ঢাকা: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের উপর হেফাজতের নারকীয় তান্ডবের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর দিনে হেফাজত নেতা মামুনুল হকের অশালীন ও সাম্প্রদায়িক বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অভিযোগ এনে হেফাজতের কর্মী-অনুসারীরা শাল্লার ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

গত ২০ মার্চ ২০২১ সকাল ১০:০০ টায় উক্ত হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দিপঙ্কর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি পালনের কথা জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, ফেসবুকে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে কক্সবাজারের রামু, পাবনার সাঁথিয়া, রংপুরের গঙ্গাচড়া, কুমিল্লার হোমনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, ভোলার বোরহানউদ্দিন, মুরাদনগরের কোরবানপুর এবং গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন-নিপীড়ন, মন্দির ভাংচুর, লুুটপাট, অগ্নিসংযোগ চলেছে তা আর কত দিন চলবে?

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন কোনভাবেই সহ্য করা হবে না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জোর দাবি জানান বক্তারা।

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ঢাকার মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, নির্মল রোজারিও, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্তী রায়, জয়ন্ত সেন দীপু, জয়ন্ত দেব, এ্যাড. তাপস কুমার পাল, নির্মল চ্যাটার্জী, এ্যাড. শ্যামল রায়, এ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, এ্যাড. দিপংকর ঘোষ, পদ্মাবতী দেবী, রবিন বসু, দিপালী চক্রবর্তী, মতিলাল রায়, শিশির রায় প্রমূখ।