দিনাজপুরে ভূমিদস্যু কর্তৃক সাঁওতাল আদিবাসীর জমি দখলের চেষ্টা

0
683

হিল ভয়েস, ১০ সেপ্টেম্বর ২০২০, দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুরে এক আদিবাসী সাঁওতালের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার ভোর ৪:০০ টায় এ ঘটনা ঘটে।

উপজেলার বড় চন্ডিপুর (বারকোনা) গ্রামের নিরেন মার্ডীর ভোগদখলীয় জমি একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ মাহাবুর রহমান দলবল নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী আদিবাসী নিরেন মার্ডী ঐ দিনই পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর ৪ টার দিকে নিরেন মার্ডীর বাপ-দাদার আমল থেকে ভোগদখলীয় জমিতে লাগানো আমন ধানে একই গ্রামের মোঃ মাহাবুর রহমান দলবল নিয়ে নিজের দাবি করে জোরপূর্বক শ্যালোমেশিন দিয়ে পানি সেচের চেষ্টা চালায়। এসময় আদিবাসীরা বাধা দিলে বাকবিতন্ডা হয়। পরে তারা তাদের নিয়ে আসা শ্যালো মেশিন ফেলে পালিয়ে যায় এবং দেখে নেবার হুমকি দিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড় চন্ডিপুর মৌজার জে.এল নং-৪৪ এর খতিয়ান ৬৯৯ এর ২০৫৯ দাগে ০.৬০ একর এবং খতিয়ান ৮৭৬ এর ২০৬২ দাগে ০.১৫ একর মোট ০.৭৫ একর জমি নিরেন মার্ডী বাপদাদার আমল থেকেই ভোগদখল করে আসছে। কিন্তু কিছুদিন পূর্ব থেকে মোঃ মাহাবুর রহমান লীজ নিয়েছে দাবি করে দখলে নেয়ার চেষ্টা চালায়।

ইতোপূর্বে, নিরেন মার্ডী সহকারী কমিশনার (ভূমি) বরাবর ভূমিদস্যু মাহাবুর রহমানের বিরুদ্ধে জমির লীজ বাতিলের আবেদনের প্রেক্ষিতে এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।