টাঙ্গাইলের ঘাটাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে প্রতিমা ভাঙচুর

0
302
ছবি: দেবী মনসার প্রতিমা ভাংচুর

হিল ভয়েস, ২৫ জুন ২০২৩: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সন্ধানপুর ইউনিয়নের লাহীড়ীবাড়ী গ্রামে সনাতনীদের ১২০ বছরের ঐতিহ্য শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয়ের দেবী মনসার প্রতিমা ভাংচুরের খবর পাওয়া গেছে।

গতকাল ২৪ জুন ২০২৩ দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার সময় ঘাটাইল থানাধীন লাহেড়ীবাড়ী মৌজাস্থ শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয় মন্দিরে এই প্রতিমা ভাঙচুরের ঘটনা সংগঠিত হয়। এই ঘটনায় বাদী হয়ে শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয়ের সভাপতি রথিন্দ্রনাথ সরকার (তারাপদ) ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মীর মহির উদ্দিন (৫৫), পিতা-মৃত মীর রিয়াজ উদ্দিন, মীর আশরাফুল (২০), পিতা-মীর মহির উদ্দিন, মোঃ শহিদ (৪০), শফিকুল (৩৫) উভয় পিতা মোঃ আনছের আলী, সর্ব সাং-লাহেড়ীবাড়ী, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলসহ আরো অজ্ঞাতনামা ৬/৭ জন।

ভুক্তভোগীরা জানান, উল্লেখিত বিবাদীরা ঘাটাইল থানাধীন লাহেড়ীবাড়ী মৌজাস্থ শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয় নামীয় সনাতন ধর্মীয় উপাসনালয় এর জমি নিয়ে বিগত ০১ বছর যাবৎ বিরোধ ও শত্রুতা করে আসতেছে। এমতাবস্থায় গত ২৪ জুন ২০২৩ দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা পূর্ব শত্রুতার জের হিসাবে রাতের অন্ধকারে দলবদ্ধ হয়ে লাঠি-সোটা নিয়া শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয় উপাসনালয়ে প্রবেশ করে মনসা দেবীর প্রতিমা ভাংচুরসহ প্রায় ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। এছাড়া মন্দির দখলের জন্য মন্দিরের সামনেসহ চারপাশে ফাকা জায়গায় ইউক্যালিপটাস গাছের চারা রোপন করে চলে যায়।

পরে বিষয়টি স্থানীয় মুরুব্বীদের জানালে বিবাদীরা আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করে। ইতিপূর্বে বিবাদীরা শ্রী শ্রী সার্বজনীন বনদূর্গা দেবালয় উপাসনালয়ের সাইনবোর্ডসহ ছাপড়া টিনের মন্দির ভেঙে চুরি করে নিয়ে গেছে। বিবাদীরা আমাদের হিন্দু সম্প্রদায়ের নামে একাধিক মিথ্যা মামলা করে আমাদের হয়রানী করতেছে।

ইতিপূর্বে বিবাদীরা খুদিরাম সরকার (৩৫), পিতা-মৃত নিমাই চাদ সরকার, ভাতিজী পাগল দাসী (৬৫), স্বামী-মৃত চিত্ত রঞ্জন দাস এবং ভাতিজা বউ টুম্পা রাণী (৩০), স্বামী-রমেন চন্দ্র সরকার, সর্ব সাং- লাহেড়ী বাড়ী, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলদের মারপিট করে জখম করায় থানার অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে ঘাটাইল থানার মামলা নং ১৪ (০৮) ২০২২ রুজু হয়। উক্ত মামলা করার পর হইতে বিবাদীরা হিন্দু সম্প্রদায়ের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

ঘটনাটি ঘাটাইল থানায় অবহিত করার পর সরেজমিনে মন্দিরটি পরিদর্শন করতে আসেন ঘাটাইল থানা ইর্নচাজ জনাব লোকমান হোসেন সাহেব এবং সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু, ওর্য়াড মেম্বার স্বাধীন হাসান সেলিম। সাথে ছিলেন শ্রী শ্রী বনদুর্গা মন্দিরের সভাপতি বাবু তারাপদ রায়, সাধারণ সম্পাদক গোপীনাথ চন্দ্র সরকার। এছাড়া মন্দিরের সকল সদস্যবৃন্দ এবং এলাকার গন্য মান্য সাধারণ জনগণ।

বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা শাখা, টাঙ্গাইল সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবর্জনীন সৎসঙ্গ হরিসভা কার্যকরী কমিটি, ঘাটাইল, মধুপুর, ফুলবাড়িয়া পরিমল চন্দ্র বর্মন প্রতিবাদ জানিয়ে বলেন সনাতন ধর্মের উপর আঘাত, আমরা মেনে নিবো না, মানবোনা, মেনে নেওয়া যায় না। তিনি ২৪ ঘন্টার মধ্যে মীর মহিউদ্দিন গংসহ দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

এছাড়াও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঘাটাইল উপজেলা শাখা, ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ঘাটাইল উপজেলা শাখা, ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, ঘাটাইল উপজেলা শাখা ও টাঙ্গাইল জেলা শাখা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঘাটাইল উপজেলা শাখা, ঘাটাইল, সার্বজনীন সৎসঙ্গ হরিসভা, কার্যকরী কমিটি, ঘাটাইল, মধুপুর, ফুলবাড়িয়া, সকল সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানানো হয় এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

আরো পড়ুন

বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর, মানবাধিকার কমিশনের উদ্বেগ প্রকাশ