জুরাছড়িতে পুলিশ সদস্য কর্তৃক জুম্ম স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

0
352
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২৯ মে ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত এক পুলিশ সদস্য কর্তৃক চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২৭ মে ২০২৩, বিকাল আনুমানিক ৫ টার দিকে জুরাছড়ি উপজেলা সদরে সোনালী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য রবিউল হোসেনকে সাময়িক বরখাস্ত ও আটক করে রাঙ্গামাটি জেলা সদরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে ২০২৩, বিকাল আনুমানিক ৫ টার দিকে কয়েকজনজন সহপাঠীসহ প্রাইভেট শিক্ষা থেকে বাড়িতে ফেরার পথে সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত পুলিশ সদস্য রবিউল হোসেন জুম্ম স্কুল ছাত্রীদের জোরপূর্বক জাপটে ধরার চেষ্টা করে। এতে পুলিশ সদস্য রবিউল হোসেন উক্ত ভুক্তভোগী ছাত্রীকে ধরতে সক্ষম হয় এবং অন্য সহপাঠীরা কোনোমতে পালিয়ে যায়। একপর্যায়ে পুলিশ সদস্যটি ধরতে পাওয়া জুম্ম স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এবং শিশুটির যৌনাঙ্গ ধরে চাপ প্রয়োগ করে নিপীড়ন করে।

ভুক্তভোগী শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে আজ ২৯ মে ২০২৩ চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহকারী সার্জন ডাক্তার আসিফ খান তার রিপোর্টে ঘটনার পর থেকে শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভুগছে বলে উল্লেখ করেছেন।

ভুক্তভোগী জুম্ম শিশুটি জুরাছড়ি উপজেলার ২নং বনযোগী ছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবার পাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, কোনো অবস্থায় বিন্দু মাত্র ছাড় নয়, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্তকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রাঙ্গামাটি পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলায় ক্লোজ করা হয়েছে।

এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের সাথে কথা বলতে সার্কেল এএসপি ইতিমধ্যে জুরাছড়ি রওনা দিয়েছেন বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা যত দ্রুত সম্ভব একটি লিখিত মামলা করবেন বলে জানা গেছে।