জুম্মদের মানবাধিকারসহ ভূমি ও ভূখন্ডের অধিকার প্রতিষ্ঠিত হয়নিঃ বরকলে পিসিপি’র সম্মেলনে বক্তাগণ

0
287

হিল ভয়েস, ১০ জুলাই ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) অনুষ্ঠিত বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাসহ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভূমি ও ভূখন্ডের ওপর অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি।

আজ ১০ জুলাই ২০২৩ সকাল ১০ টায় বরকল উপজেলা সদরে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে ছাত্র-যুব সমাজ অধিকতর সামিল হউন’ এই আহ্বানকে সামনে রেখে পিসিপি’র বরকল থানা শাখার এই ২১তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পিসিপির বরকল থানা শাখার সভাপতি কেতন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ও বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা, পিসিপির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জিকো চাকমা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পিসিপির বরকল থানা শাখার সহ সাধারণ সম্পাদক ইলেন চাকমা, বিদায়ী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন পিসিপির বরকল থানা শাখার অর্থ সম্পাদক সুরেন চাকমা এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পিসিপির বরকল থানা শাখার সাংগঠনিক সম্পাদক সবিনয় চাকমা।

এসময় বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সাক্ষরিত হলেও গত ২৫ বছরে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি। সরকারের পক্ষে চুক্তি স্বাক্ষরকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও চুক্তির অন্যতম বিষয়গুলো এখনো বাস্তবায়ন করেনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্যে দিয়ে এখানে জুম্ম জনগণের যে স্বশাসন প্রতিষ্ঠার একটা আশা আকাঙ্খা তৈরি হয়েছিল, সেই আশা আকাঙ্খা ও স্বপ্ন আজও অবাস্তবায়িত। জুম্ম জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাসহ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভূমি ও ভূখন্ডের ওপর অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে জুম্ম ছাত্র-যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নব্বইয়ের উত্তাল সময়ে পিসিপি যেভাবে ডোর টু ডোর, ম্যান টু ম্যান গিয়ে কাজ করেছে, আগামী দিনগুলোতেও পিসিপিকে সেভাবেই কাজ করতে হবে এবং চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র-যুব সমাজকে অধিকতরভাবে সামিল হতে হবে।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাাম পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম জুম্ম জনগণের ওপর শাসকগোষ্ঠীর অব্যহত দমন-পীড়নের প্রতিবাদের মধ্যে দিয়ে। শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে পিসিপি এখনো জুম্ম জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করার যে গুরুদায়িত্ব, সে দায়িত্ব পালন করে চলেছে। ইতিমধ্যে শাসকগোষ্ঠী কর্তৃক পিসিপির অসংখ্য নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা, গ্রেফতার, দমন-পীড়ন চললেও সেগুলো পিসিপির কার্যক্রমে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিন্টু চাকমাকে সভাপতি, সবিনয় চাকমাকে সাধারণ সম্পাদক ও নিশান তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে বরকল থানা শাখার ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোকন চাকমা।