চবিতে ইন্ডিজেনাস ফুড ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত

0
298

হিল ভয়েস, ২৫ জানুয়ারি ২০২৪, চবি : আজ ২৫ জানুয়ারি ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে দ্বিতীয়বারের মত “2nd Indigenous Food Festival -2024” অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্ত্বর প্রাঙ্গণে আজ সকাল ১০ ঘটিকায় শুরু হয়।

আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার সাংস্কৃতিক ঐক্যতানের একীভূত শক্তিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে দাঁড় করানোর লক্ষ্যে চবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের এমন আয়োজন প্রথমবার হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। এরই ধারাবাহিকতায় এইবারের আয়োজন হয়।

অনুষ্ঠান আয়োজক কমিটির সমন্বয়ক মুন চাকমা বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানাসময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকলেও সেখানে আদিবাসীদের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকেনা বা থাকলেও তা আদিবাসী সংস্কৃতির অনুকূলে হয়ে ওঠেনা। তাই সকলের মাঝে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আমাদের এই আয়োজন। রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের ভিড়ে বর্তমান সময়ে আদিবাসীদের স্বকীয়তা সংকটের মুখে পড়ে যাচ্ছে। এমন সংকটকে মোকাবিলা করার পাশাপাশি আশা করি বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত জ্ঞান চর্চার শিক্ষাঙ্গনে নিজ উদ্যোগে আদিবাসী সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান আয়োজনের ফলে আমাদের মধ্যেকার ঐক্যবোধ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।”

এছাড়াও আয়োজক কমিটির সদস্য সুদীপ্ত চাকমা বলেন, “বাংলাদেশে বাংলা ভাষাভাষী জনমানুষের বাইরেও অন্যান্য ভাষা-সংস্কৃতির জনগোষ্ঠী বসবাস করছে। তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এদেশের মূলধারার মানুষের কাছে প্রায় অপরিচিত। আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এমন বার্তা দিতে চাই যেখানে আদিবাসীদের এসব বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের সকল স্তরের মাঝে পৌঁছে যাক। এর পাশাপাশি আদিবাসীদের মধ্যেকার ভাতৃত্ববোধ বাড়ুক।”

আয়োজিত অনুষ্ঠানে পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং এসময় ঐতিহ্যবাহী খাবারের স্টল বসানো হয়। অনুষ্ঠানে চারুকলায় অধ্যয়নরত আদিবাসী তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিকেলের পর্বে রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দসহ চবিতে অধ্যয়নরত বিভিন্ন আদিবাসী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।