চট্টগ্রামে আদিবাসী মহিলা ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

0
211

হিল ভয়েস, ৮ মার্চ ২০২৩, চট্টগ্রাম: আজ ৮ মার্চ ২০২৩ বিকাল ৩ টায় চট্টগ্রামের ব্যারিস্টার কলেজ প্রাঙ্গণে আদিবাসী মহিলা ফোরাম, চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আদিবাসী মহিলা ফোরাম, চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি সোনাবি চাকমার সভাপতিত্বে এবং প্রসেনজিৎ চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডি এস তঞ্চঙ্গ্যা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগৎজ্যোতি চাকমা এবং ফোরামের দপ্তর সম্পাদক সুজন চাকমা।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর সেই জন্যে আমাদেরকে নারী সমাজকে বিশেষ ভাবে এগিয়ে নিতে হবে। কেননা, একটি জাতি তখনই এগিয়ে যায়, যখন সেই জাতির নারীরা পুরুষদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হলে নারী সমাজের অধিকতরভাবে এগিয়ে আসা ছাড়া বিকল্প নেই।

নেতৃবৃন্দ বিগত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা চাকমাকে হত্যাকারীকে গ্রেপ্তারের ব্যাপারে প্রশাসন নিরব বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।