চট্টগ্রামের ছোট কুমিরায় আদিবাসী ফোরামের সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
801

হিল ভয়েস, ৫ ডিসেম্বর ২০২০, চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলার ছোট কুমিরায় আদিবাসী ফোরাম এর চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২য় বার্ষিক সম্মেলন এবং এ উপলক্ষে আদিবাসী ছাত্র-যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত এই সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঊষা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সন্তোষ ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ছোট কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন মজুমদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য ফুল কুমার ত্রিপুরা, উথোই অং বুবু, মংথেনহ্লা রাখাইন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা প্রমুখ।

সম্মেলনের শুরুতে আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সামগ্রিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সহ-সভাপতি জুলিয়াস সিজার ত্রিপুরা। তারপরে তার অধীনস্থ সকল উপজেলা ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিবৃন্দ নিজ নিজ উপজেলা ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক বিবরণী নিয়ে মত প্রকাশ করেন।

মতবিনিময় ও সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ে এবং সমতলে প্রান্তিক জনগোষ্ঠী যেকোনো অধিকার থেকে বঞ্চিত। তারা পিছিয়ে নেই, তবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক স্রোতধারায় থাকতে হবে। বাঙালি ভিন্ন অন্যান্য জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও সমুন্নত রাখতে হবে। বিশেষত সাম্প্রতিক সময়ে পাহাড়ে এবং সমতলে আদিবাসীদের উপর ব্যাপক দমন-পীড়ন, নির্যাতন, অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় আদিবাসীরা কঠিন দিনযাপন করছে। পাহাড় এবং সমতলের আদিবাসীরা আজ অবরুদ্ধ।

বক্তারা বলেন, আদিবাসী জাতিগোষ্ঠী এই দেশে আদিকাল থেকেই বসবাস করে আসছে বিধায় তারা এদেশের আদিবাসী। আদিবাসীরা নিজ দেশে পরবাসী হয়ে থাকতে বাধ্য হচ্ছে এবং তাদের পুর্বপুরুষের ভূমি বেদখল করে উচ্ছেদ করা হচ্ছে। নেতৃবৃন্দ আদিবাসীদের এই বিষয়গুলো অতিদ্রুত সুরাহার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এছাড়া আলোচনা সভায় বক্তারা এম এন লারমার ‘যে জাতি সংগ্রাম করতে জানে না, সে জাতির বেঁচে থাকার অধিকার থাকতে পারে না’ এই উক্তিটি স্মরণ করেন। তারা আদিবাসী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করার আহ্বান জানান।

বার্ষিক সম্মেলনে উষা ত্রিপুরাকে সভাপতি, জুলিয়াস সিজার ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং অশ্বিনী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার ২য় কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য ফুল কুমার ত্রিপুরা।

মতবিনিময় ও বার্ষিক সম্মেলনে ফটিকছড়ি, হাটহাজারি, সীতাকুগু ও মীরসরাই উপজেলা থেকে প্রায় দুই শতাধিক আদিবাসী অংশগ্রহণ করেন।