ক্ষমতায় আওয়ামীলীগ সরকার, কিন্তু দেশ চালায় সেনাবাহিনী- বান্দরবান ব্রিগেড কম্যান্ডার

0
662
ছবি: সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড কম্যান্ডার এর উপস্থিতিতে আয়োজিত সভা

হিল ভয়েস, ২৬ ফেব্রুয়ারি ২০২২, বান্দরবান: সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নে বিভিন্ন জুম্ম জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সভায় সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড এর কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, ‘বর্তমানে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু দেশ চালায় বাংলাদেশ সেনাবাহিনী।’

পার্বত্য চট্টগ্রামসহ দেশে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে এবং সেনাবাহিনীর পর্যটনের বিরুদ্ধে স্থানীয় জুম্মদের আন্দোলনের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে ব্রিগেড কম্যান্ডার মো. জিয়াউল হক আরও বলেন, ‘সেনাবাহিনীর পর্যটনের বিরুদ্ধে আন্দোলন করে এই এলাকার মানুষ। এসব আন্দোলন করে কোনো লাভ হবে না। এগুলো বন্ধ করতে হবে। সেনাবাহিনীর উদ্যোগে চলমান পর্যটনের বিরুদ্ধে হাইকোর্টে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার ব্যবস্থা কর, যত টাকা লাগে দেবো।’

তিনি আরও বলেন, ‘লাখ টাকা না, কোটি টাকা দেবো এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি ২০২২ ব্রিগেড কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক গ্যালেংগ্যা ইউনিয়ন এলাকায় সফরে গেলে সেনাবাহিনীর নির্দেশে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এসময় সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাসহ গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোসহ বিভিন্ন মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ব্রিগেড কম্যান্ডার এক পর্যায়ে চেয়ারম্যান মেনরত ম্রোকে তার ইউনিয়নের সকল মেম্বারদের নিয়ে অচিরেই ব্রিগেড অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করার নির্দেশ দেন। জবাবে চেয়ারম্যান মেনরত ম্রো মেম্বারদের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়ন পরিষদের মেম্বার জানান, অধিকাংশ জনপ্রতিনিধির আশংকা হচ্ছে, ব্রিগেড অফিসে গেলে সেনাবাহিনী জোর করে অথবা সুকৌশলে আদিবাসীদের মালিকানাধীন পর্যটনের জায়গাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে অথবা পর্যটন স্পটগুলোর উপর না-দাবি পত্রে স্বাক্ষর বা টিপসই নিতে পারে।