কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক জুম্মর বাড়িতে প্রবেশ করে জিনিসপত্র ভাঙচুর, টাকা ও মোবাইল লুট!

0
680
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২১ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এক জুম্মর বাড়িতে দরজার তালা ভেঙে প্রবেশ করে জিনিসপত্র তছনছ এবং টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম পুলুখই মারমা (৫৬), পীং-মৃত সুইহ্লা প্রু মারমা, গ্রাম-পানছড়ি পাড়া (লাম্বাছড়া), রাইখালী ইউনিয়ন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর গ্রাম কমিটির সভাপতি এবং ইউনিয়ন কমিটির সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ২০২১ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন রাইখালী ইউনিয়নের মিটিঙ্গ্যাছড়ি পাড়া নামক স্থানে স্থাপিত নতুন সেনা ক্যাম্পে দায়িত্বরত সেকেন্ড লে: মাহবুব এর নেতৃত্বে ২০ জনের একদল সেনা সদস্য পুলুখই মারমার বাড়ির দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় সেনা সদস্যরা বাড়ির কাঠের বাক্স ও আলমারির তালা ভেঙে সেখানে থাকা নগদ ১২ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন ও পুলুখই মারমার একটি ছবি লুট করে নিয়ে যায়। এছাড়া বাড়ির কাপড়চোপড় ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়।

উল্লেখ্য, ঘটনার সময় পুলুখই মারমার স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি জুমে কাজ করতে গিয়েছিলেন। অপরদিকে পুলুখই মারমাও বাড়িতে ছিলেন না। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় জড়িত করায় তিনি দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন।

পরের দিন ১৭ আগস্ট ২০২১ গ্রামবাসী নিজেদের মধ্যে আলোচনা করে সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া টাকা ও অন্যান্য জিনিসপত্র ফেরত চাওয়ার জন্য গ্রামের কার্বারিকে সেনা ক্যাম্পে পাঠায়। কার্বারি সেনা ক্যাম্পে গিয়ে উপস্থিত হলে সেনা ক্যাম্পের কম্যান্ডার কার্বারিকে বলে যে, পুলুখই মারমা একজন সন্ত্রাসী, তার টাকা, জিনিসপত্র আমরা নিয়ে যেতে পারি, সম্পত্তি ক্রোক করতে পারি, বাড়িঘর ভেঙ্গে দিতে পারি, আমরা যা ইচ্ছা তা করতে পারি। কেউ প্রতিবাদ করলে তাকেও জেলখানায় ঢুকাতে পারি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক পুলুখই মারমার বাড়ি থেকে নিয়ে যাওয়া টাকা ও অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার কথা জানা যায়নি।