কল্যাণ ফ্রন্টের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে ঐক্য পরিষদের বক্তব্য

0
216

হিল ভয়েস, ২৪ জুন ২০২৩, ঢাকা: গতকাল (২৩ জুন ২০২৩) ঢাকায় কল্যাণ ফ্রন্টের সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের বিষয়ে উত্থাপিত বক্তব্যকে একদিকে সন্তোষজনক, অপরদিকে দুঃখ ও দুর্ভাগ্যজনক বলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ ২৪ জুন ২০২৩ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা ও তাদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের প্রসঙ্গটি উত্থাপন করায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই বিবৃতিতে বলেছে, এতে আওয়ামী লীগ সরকারের তের বছরের সময়কালের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিএনপি-জামাত জোট সরকারের আমলে সংখ্যালঘুদের ওপরে পরিচালিত রোমহর্ষক নৃশংসতার বিবরণ উল্লেখ না করা দুঃখ ও দুর্ভাগ্যজনক।

বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, আংশিকভাবে নয়, স্বাধীন বাংলাদেশের বিগত পাঁচ দশকের সংখ্যালঘু পরিস্থিতি তুলে ধরা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের স্বার্থ ও কল্যাণে।