এম এন লারমা

0
240

শৈলেন চাকমা

তোমায় স্বপ্নে আঁকা প্রতিচ্ছবি ‘বুনো ফুলের’ সুবাস ছোঁড়ে,

তোমায় রক্তে লেখা ইতিহাসে চেতনার আগুন জ্বলে পাহাড়ে;

মুক্তির সীমান্ত ঘেঁষে বিস্তীর্ণ পাহাড়ের বুকে বিপ্লবীরা আগুয়ান,

বেঁচে থাকুক দৃঢ়-প্রত্যয়ী বিপ্লবী এম এন লারমা নাম।

তোমার পাঠশালায় শত শত যৌবন প্রতিবাদে নেমেছে,

জ্বেলেছো তুমি মুক্তির আলো জুম পাহাড়ের সীমান্তে;

তুমি জাগ্রত জুম্ম জনতার মাঝে,

তোমার চেতনায় নবাগতরাই স্বপ্ন বুনে।

তোমার রক্তের মিছিলে গণসংগীত ধরে,

স্বপ্নে আঁকা মুক্তির সবুজে বিপ্লবীরা হেঁটে যায় সীমান্তে,

রক্তের মিছিলে গর্জে উঠুক আরেকবার,

দেখা হবে নতুন ভোরে চেতনার এমএন লারমার;

রক্তে স্নান্তে বিজয়ের মালা ধরে সাজবে তুমি সবুজের কোলে,

এমএন লারমার প্রতিচ্ছবি হয়ে।