উখিয়ায় ভূমিদস্যুদের কর্তৃক চাকমা গ্রামবাসীদের উপর হামলা, গুরুতর আহত ৫

0
1544

হিল ভয়েস, ২০ আগস্ট ২০২২, কক্সবাজার: কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সামাজিক বনায়নের নিকটবর্তী নতুন শ্মশান এলাকার পার্শ্ববর্তী মনখালী চাকমা পাড়ার আদিবাসী চাকমাদের উপর স্থানীয় একদল ভূমিদস্যু হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ৫ জন গুরুতর আহতসহ ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত পরশু ১৮ আগস্ট ২০২২ বিকাল আনুমানিক ৪:২০ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় একদল মুসলিম বাঙালি ভূমিদস্যু মনখালী চাকমা পাড়ার নতুন শ্মশানের পাশে ভূমি বেদখলের উদ্দেশ্যে অবৈধভাবে সামাজিক বনায়নের গাছ কেটে কিছু ঘর নির্মাণ করে। এই গাছ কাটা ও ঘর নির্মাণের খবর পেয়ে স্থানীয় বনবিভাগের বনপ্রহরী ও কর্মচারীদের একটি দল ঘটনাস্থলে আসে এবং ভূমিদস্যুদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। এতে বনবিভাগের লোকজনের সাথে ভূমিদস্যুদের সংঘর্ষ সৃষ্টি হয়। এক পর্যায়ে বনপ্রহরীরা আত্মরক্ষার্থে আকাশের দিকে ফাঁকা গুলি ছুঁড়লে ভূমিদস্যুরা পালিয়ে যায়।

এদিকে গত ১৮ আগস্ট ২০২২, বিকাল আনুমানিক ৪:২০ টার দিকে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু রশিদ আহমেদ এর নেতৃত্বে প্রায় ১০০ জনের একদল দুর্বৃত্ত স্থানীয় চাকমারাই বনবিভাগকে গাছ কাটা ও ঘর নির্মাণ করার খবর দিয়েছে বলে অভিযোগ তুলে মনখালী চাকমা পাড়ার গ্রামবাসীদের উপর হামলা শুরু করে।

এসময় প্রায় ২০ জন চাকমা গ্রামবাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর জখম ৫ জনের নাম পাওয়া গেছে। আহত ৫ জন হলেন- (১) সুফাইতু চাকমা, (২) চন্দ্র চাকমা, (৩) নেনেমং চাকমা, (৪) থাইনগ্য চাকমা ও (৫) রাঙাবি চাকমা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসন কর্তৃক হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করার এবং কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।