আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা সমিতি ও এইচডাব্লিউএফের র‌্যালি ও আলোচনা সভা

0
289

হিল ভয়েস, ৮ মার্চ ২০২৪, রাঙ্গামাটি: আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙ্গামাটি জেলা শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এবছর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘Invest In Women: Accelerate Progress’ এর অবলম্বনে ‘নারীর সমঅধিকার, সমমর্যাদা প্রতিষ্ঠাকল্পে বিনিয়োগ বৃদ্ধি কর’ এবং পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে নির্ধারিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে নারী সমাজ অধিকতর সামিল হউন’ এই আহ্বান রেখে এই সংগঠন দুটির যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে আজ সকাল ৯:০০ টায় রাঙ্গামাটির জেলা শিল্পকলা একাডেমিতে জমায়েতের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে এবং এরপর সকাল ৯:৩০ টায় র‌্যালি শুরু হবে। র‌্যালি শেষে সকাল ১০:০০ টায় একই স্থানে আলোচনা সভা শুরু হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার এবং সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক মনি চাকমা।