রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্ম গ্রামবাসী আটক

0
499
Photo: Symbolic

হিল ভয়েস, ২৯ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এলাকা থেকে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে তুলে নিয়ে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই গ্রামবাসীকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।

ভুক্তভোগী গ্রামবাসীর নাম হেঙত্যা তঞ্চঙ্গ্যা (৩৫), পীং-রবিধন তঞ্চঙ্গ্যা, গ্রাম-অগোইয়্যাছড়ি মোনপাড়া, মগবান ইউনিয়ন। হেঙত্যা তঞ্চঙ্গ্যা একজন দিনে আনি দিনে খাওয়া গরীব দিনমজুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৮ নভেম্বর ২০২২ বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে রাঙ্গামাটি সেনা জোনের নিয়ন্ত্রণাধীন কাউখালী উপজেলার ঘাগড়া সেনা সাব-জোন হতে ৭০-৭৫ জনের একটি সেনাদল ঘাগড়ার সীমান্তবর্তী মগবান ইউনিয়নের তিন বটতল নামক জায়গায় সেনা অভিযানে যায়। এরপর সেনাদলটি পার্শ্ববর্তী অগোইয়্যাছড়ি মোনপাড়া গ্রামে গিয়ে হেঙত্যা তঞ্চঙ্গ্যাকে ধরে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত একরাত ও একদিন হয়ে গেলেও হেঙত্যা তঞ্চঙ্গ্যাকে ছেড়ে দেওয়া হয়নি। তাকে কোথায় আটক রাখা হয়েছে তাও জানা যায়নি।

এখন পর্যন্ত সেনা সদস্যরা ঐ এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।