সেনা-সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রাঙ্গামাটি জেলায় নিরীহ দুইজনকে অপহরণ

0
1686

হিল ভয়েস, ১৫ মে ২০২০, রাঙ্গামাটি: সেনা-মদপুষ্ঠ সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীরা- রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে রাঙ্গামাটির বরকল থেকে একজন এবং বাঘাইছড়ি উপজেলা থেকে আরেক জন- দুই নিরীহ জুম্মকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাঘাইছড়ি প্রতিনিধি জানান যে, আজ ১৬ মে ২০২০ শনিবার সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙাতলি বাজার থেকে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা জিদং চাকমা ওরফে দাড়ি (৪৫) নামে এক নিরীহ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে।

অপহৃত জিদং চাকমা বঙ্গলতলী ইউনিয়নের উগলছড়ি গ্রামের মৃত সুরেন্দ্র চাকমার ছেলে। আজ সকাল সাড়ে ৭টার সময় স্থানীয় নিরাপত্তা বাহিনীয় সহায়তায় মনিষী চাকমার নেতৃত্বে ৭/৮ জনের সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর একদল সন্ত্রাসী করেঙাতলি বাজার যায় এবং সেখান থেকে জিদং চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তি ছেড়ে দেয়নি বলে জানা গেছে।

অপরদিকে গত ১৪ মে ২০২০, বৃহস্পতিবার, দুপুরের দিকে, সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাণীরহাটের পাহাড়িকা বাস কাউন্টার থেকে নার্স তপন চাকমা (৩৫) নামে এক জুম্ম পুরুষ নার্সকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের শিকার তপন চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল উপজেলার উপজেলা সরকারী হাসপাতালে একজন নার্স হিসেবে কর্মরত। তপন চাকমার বাড়ি রাঙ্গামাটি সদর উপজেলার বড়াদম গ্রামে এবং তার পিতার নাম জীবনসুখী চাকমা বলে জানা গেছে।

অপহরণের পর সন্ত্রাসীরা তপন চাকমার পরিবারের নিকট অপহৃতের মুক্তিপণ হিসেবে ১৫ লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে। পরে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা তপন চাকমাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।