সিন্দুকছড়ি দুর্গম এলাকায় খাবার পানির তীব্র সংকট

0
1778

হিল ভয়েস, ১৫ জুলাই ২০২০, খাগড়াছড়িখাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নে দুর্গম এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নলকূপ বা বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের নির্ভর করতে হয় প্রাকৃতিক ছড়া, ঝিরি ও কুয়ার পানির ওপর।

গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নে কয়েকটি গ্রামে প্রায় ৫০০টি পরিবার বসবাস করে। এই গ্রামগুলোর লোকজন সারা বছরই বিশুদ্ধ পানির সংকটে কাটাতে হয়। খাবার পানির জন্য নির্ভর করতে হয় প্রাকৃতিক ছড়া, ঝিরি ও কুয়ার পানির ওপর।

এসব অবিশুদ্ধ পানি পান করে গ্রামবাসীরা সারা বছর নানান ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এই ইউনিয়নের মতো পুরো গুইমারা উপজেলার প্রত্যন্ত এলাকায়ও রয়েছে খাবার পানির সমস্যা।

গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা জানান, সিন্দুকছড়ি ইউনিয়নে প্রত্যন্ত যেসব এলাকায় টিউবওয়েল স্থাপন করা সম্ভব সেসব এলাকাগুলো’তে টিউবওয়েল স্থাপন করা হবে।

তবে সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং ওয়াডের্র মুড়াপাড়া এবং ৩নং ওয়ার্ডের পুঙ্খীমুড়া এলাকায় টিউবওয়েল স্থাপন করা সম্ভব নয়। কারণ মাটির নিচে পাথর রয়েছে ফলে বিশুদ্ধ পানি’র সমস্যা এখানে প্রকট। তিনি আশা করছেন খুব দ্রুত এই দুর্গম এলাকাগুলোতে পানির সমস্যা সমাধান হবে।