সাজেকে সেনাবাহিনী এলাকাবাসীকে মসজিদ নির্মাণে বালু ও পানি সরবরাহ করতে বাধ্য করছে

0
1103

হিল ভয়েস, ২০ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেকের পর্যটন এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। আর এই নির্মাণ কাজের জন্য স্থানীয় শিজকছড়া থেকে উত্তোলন করা হচ্ছে বালু ও পানি। কিন্তু জুম্ম অধ্যুষিত এলাকায় মসজিদ নির্মাণ বন্ধের জন্য ইতিমধ্যে সাজেক ও বাঘাইছড়ি এলাকার জনগণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। তারপরেও থেমে নেই মসজিদ নির্মাণের কার্যক্রম। তাই প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী শিজকছড়া থেকে বালু ও পানি সরবরাহ বন্ধ রাখে।

কিন্তু এতে বাধ সাধে সেনাবাহিনী। এ নিয়ে গতকাল সোমবার (১৯ অক্টোবর) সাবেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, মুরুব্বি প্রদীপ ময় চাকমা ও কার্বারী নতুন জয় চাকমাকে মাচলং বাজার আর্মি ক্যাম্পে ডেকে পাঠানো হয়। তারা সেখানে গেলে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মিজান তাদেরকে নানা ভয়ভীতি দেখান এবং বলেন, মসজিদ নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বালু ও পানি সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। অন্যথায় মামলা দেওয়া হবে বলে হুমকি প্রদান করেন ।

এর সপ্তাহখানিক আগে পর্যটন এলাকায় পানি সরবরাহ কমিটির সভাপতিকে রাতে বাড়ি থেকে ক্যাম্পে নিয়ে গিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

সেনাবাহিনীর এমন হুমকির ভয়ে এলাকাবাসী এখন মসজিদ নির্মাণে বালু ও পানি সরবরাহ করতে বাধ্য হচ্ছে।