সাজেকে সেনাবাহিনীর ব্রাশ ফায়ারে এক আদিবাসী জুম্ম শিশু গুলিবিদ্ধ

0
1464
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ৯ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের বাঘাইহাটের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর ব্রাশ ফায়ারে এক আদিবাসী জুম্ম শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ অক্টোবর ২০২০ আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইহাট সেনা জোন থেকে একটি সেনা টহল দল প্রথমে উজো বাজারে তল্লাশি চালায়। পরে কোন কিছু না পেয়ে গাড়িতে উঠে উজো বাজার থেকে ২০০ গজ দুরে গিয়ে টহলকৃত সেনা দলটি প্রায় পাঁচ থেকে ছয় রাউন্ড এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে।

এতে ঘটনাস্থলে সেনাবাহিনীর ব্রাশ ফায়ারে মুনিময় চাকমা নামের ১২ বছরের এক আদিবাসী জুম্ম শিশুর ডান হাতের আঙুলে গুলির আঘাত লাগে। গুলিবিদ্ধ জুম্ম শিশুটি ৫নং ওযার্ডের এগুচ্ছ্যাছড়ি গ্রামের উক্কে চাকমার ছেলে।

উক্ত ঘটনার পর থেকে বর্তমানে ঐ এলাকায় সাধারণ জনগণের মনে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।