সাজেকে ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক ত্রিপুরা যুবক মারধরের শিকার

0
1255
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ৭ এপ্রিল ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ ত্রিপুরা যুবক মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৬ এপ্রিল ২০২৪ বিকেলের দিকে সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিউ তাংথাং গ্রামে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ত্রিপুরা যুবকের নাম বনেশ্বর ত্রিপুরা (২৭), পীং-চিরন কার্বারি, গ্রাম-নিউ তাংথাং।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে হঠাৎ ইউপিডিএফ এর সশস্ত্র বিভাগের কমান্ডার রিডিংস এর নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল ওল্ড তাংথাং-এ আসে। বিকালে পার্শ্ববর্তী গ্রাম নিউ তাংথাং থেকে মুঠোফোন যোগে কয়েকজন গ্রামবাসীকে তাদের সাথে দেখা করতে বলে। ভয়ে উক্ত বনেশ্বর ত্রিপুরাসহ কয়েকজন গ্রামবাসী সেখানে আসলে, আসার সাথে সাথে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য রাজীব গান্ধী বনেশ্বর ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করে এবং গ্রামবাসী কয়েকজনকে জীবন নাশের হুমকি দেয়।

গ্রামবাসীদের তথ্যমতে, আগেও এই ইউপিডিএফ সন্ত্রাসীরা মুঠোফোনে গ্রামবাসীদের একাধিকবার হুমকি দিয়েছে এবং বিভিন্ন সময় তারা নিজের ব্যক্তিগত কাজে বিনা পয়সায় জোরপূর্বক গ্রামবাসীদের কাজ করতে বাধ্য করে।

তারা আরও জানান, বিভিন্ন সামাজিক অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে, কোনোরূপ উপায় না থাকার কারণে নিরাপদ আশ্রয় নিতে রাজীব গান্ধী দুয়েক বছর আগে ইউপিডিএফ সশস্ত্র দলে যোগদান করে।