সাজেকে ইউপিডিএফ কর্তৃক জুম্ম গ্রামবাসীদের গ্রাম ছাড়ার নির্দেশ

0
309

হিল ভয়েস, ৬ মে ২০২৩, রাঙামাটি: চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকার ১০ জুম্ম গ্রামের গ্রামবাসীদের গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আগামী দুই মাসের মধ্যে স্ব স্ব গ্রাম ছেড়ে চলে না গেলে গ্রামবাসীদের কঠিন দন্ডে দন্ডিত করা হবে বলেও হুমকি দিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে ২০২৩ গঙ্গারাম এলাকার উক্ত ১০ গ্রামের মুরুব্বিদের নিয়ে ইউপিডিএফ এর সন্ত্রাসীরা বাঘাইহাট এলাকার করল্যাছড়ি নামক স্থানে একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় ইউপিডিএফ গ্রামের মুরুব্বিদের ভয় দেখিয়ে অংশগ্রহণ করতে বাধ্য করে। এসময় ইউপিডিএফ এর পক্ষে সশস্ত্র সন্ত্রাসীদের দুই পরিচালক অক্ষয় চাকমা ও আদর্শ চাকমা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভায় বিশেষ কিছু আলোচনা করা না হলেও ইউপিডিএফ সন্ত্রাসীরা গ্রামের মুরুব্বিদের এই বলে নির্দেশ দেয় যে, আগামী দুই মাসের মধ্যে গ্রাম ছাড়তে হবে। যারা এই নির্দেশের বরখেলাপ করবে তাদেরকে কঠিন দন্ডে দন্ডিত করা হবে।

আরো পড়ুন

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সেনাবাহিনীর গোপন বৈঠক!

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী আক্ষেপের সুরে জানান, কী কারণে ইউপিডিএফ তাদেরকে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তা তারা নিজেও জানেন না।

গ্রামবাসীরা ইউপিডিএফ এর এই নির্দেশকে অমানবিক বলে অভিহিত করেন। বর্তমানে গ্রামবাসীরা অত্যন্ত উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

হুমকির শিকার ১০টি গ্রাম হল- থলছড়া, উলুছড়ি, গলাছড়ি, দূরছড়ি, উগুদোছড়ি, হাজাছড়া, গরমছড়ি, গাছবানছড়া, সাত নম্বর ও দোজরি। উক্ত ১০ গ্রামে ২২৫টি পরিবার ও আনুমানিক ১০০০ গ্রামবাসীর বসবাস রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

লংগদুতে তিন গ্রামের জুম্ম গ্রামবাসীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ইউপিডিএফ

ইউপিডিএফের ত্রিপুরা কর্মীদের নেতৃত্বে ত্রিপুরা বাহিনী গঠনের ষড়যন্ত্র করছে সেনাবাহিনী