সাঁওতাল কিশোরীকে ধর্ষণের দায়ে গির্জার ফাদার গ্রেফতার

0
825

হিল ভয়েস, ৩০ সেপ্টেম্বর ২০২০, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় একটি ক্যাথলিক গির্জায় তিন দিন আটকে রেখে সপ্তম শ্রেণির এক আদিবাসী সাঁওতাল কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে ক্যাথলিক ফাদার প্রদীপ গ্রেগরিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব ৫-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র‌্যাব ৫-এর একটি দল অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরিকে নগরীর শাহমখদুম থানার আমচত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর তানোর থানায় ফাদার প্রদীপের বিরুদ্ধে গির্জায় ওই কিশোরী ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলাটি করেন কিশোরীর ভাই স্বপন হাসদা।

মামলার অভিযোগে বলা হয়, গির্জাসংলগ্ন মাহালীপাড়ার সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরী গত ২৬ সেপ্টেম্বর সকালে গবাদিপশুর জন্য তানোরের মুণ্ডুমালায় অবস্থিত সাধু জন মেরী ভিয়ান্নী গির্জার ভেতরে ঘাস কাটতে যায়। কিন্তু দিনের শেষেও কিশোরী আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের লোকজন মাঠে ও বিভিন্ন মহল্লায় খুঁজেও সন্ধান পাওয়া যায়নি।  ফলে কিশোরীর ভাই ২৭ সেপ্টেম্বর মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে বোনের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।  পরে ২৮ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় কয়েকজন আদিবাসী নিখোঁজ কিশোরীকে গির্জার ভেতরে আটকে রাখার খবর পান।

তারা ঘটনাটি পুলিশকে জানালে তানোর থানার ওসি রাকিবুল হাসান ওই রাতে গির্জায় অভিযান চালিয়ে ফাদারের কক্ষ থেকে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযোগ করে ফাদার প্রদীপ তাকে তিন দিন গির্জার ভেতরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছেন।

অন্যদিকে মামলা রেকর্ডের পর রাতেই কিশোরীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।