সংসদে হিন্দুদের জন্য ৫০টি আসন সংরক্ষণের দাবি হিন্দু মহাজোটের

0
241

হিল ভয়েস, ১২ মার্চ ২০২৩, বিশেষ প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ঝালকাঠি জেলার ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের ওপর নানা রকম নির্যাতন সৃষ্টি হয়। শুধু নির্যাতন নয় নানা কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষদের দেশত্যাগ করতে বাধ্য করা হয়। অথচ সংখ্যালঘুদের সমস্যা সমাধানে জাতীয় সংসদ নীরব ভূমিকা পালন করেছে। কারণ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য কোনো সাংসদ সংসদে নেই। অবিলম্বে হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০টি আসন সংরক্ষিত করা হোক।

বক্তারা আরো বলেন, ১৯৮৮ সালে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল ও ৭২ এর সংবিধান ফেরতের দাবিতে গড়ে ওঠা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি পূরণ না হওয়া সত্ত্বেও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ভোল পাল্টিয়ে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন নামে দুটি দাবি নিয়ে এসে হিন্দু সমাজকে বিভ্রান্ত করছে।

তারা বলেন, ১৯০৯ সালে অবিভক্ত ভারতে মুসলিম সম্প্রদায় পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করেছিল। তাদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে বৃটিশ সরকার ১৯১৯ সালে ভারত শাসন আইনে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৫৪ সাল পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের মাধ্যমে ৭২টি আসন নির্ধারিত ছিল। যার মধ্যে হিন্দুদের আসন ছিল ৬৯ টি। পাকিস্তান প্রতিষ্ঠার পর এক পক্ষ সংরক্ষিত আসন ব্যবস্থা তুলে নেন।

জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এখন জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায় সবসময়ই আওয়ামী সরকারকে ভোট দিয়ে সহযোগিতা করে আসছে। আগামী নির্বাচনের আগে যদি হিন্দু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিল উত্থাপন করা না হয়, তাহলে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করতে বাধ্য হবে।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, দফতর সম্পাদক কল্যাণ মন্ডল প্রমুখ।

ঝালকাঠি: জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ বিভিন্ন দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঝালকাঠি জেলা শাখার সভাপতি মানিক আচার্য্য। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সংসদে ১৬ জন হিন্দু সংসদ সদস্য রয়েছেন। কিন্তু হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে তাদের কোনো ভূমিকা নেই। কারণ, তারা দলের ইচ্ছার বাইরে গিয়ে কথা বলতে পারেন না। তারা উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের কাছে আগামী নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংবিধান সংশোধন করে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর দাবি জানান। অন্যথায় দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জনের মতো কর্মসূচি নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।