শোক দিবসে বিনম্র শ্রদ্ধা মহান নেতা

0
1072

তন্টু চাকমা হিমেল

জুম পাহাড়ের দেশে জন্ম নেওয়া অসীম সাহসী একজন মহান নেতা,

জুম্ম জনগণের প্রিয় একটি নাম মানবেন্দ্র নারায়ণ লারমা;

পার্বত্য চট্টগ্রামে জন্ম নেয় সেই মহান নেতা জুম্ম জনগণের আলো হয়ে,

একজন আদর্শবান দেশ প্রেমিকের জন্ম হয় জুম্ম জনগণের বলিষ্ঠ কন্ঠ হয়ে পাহাড়ে।

তিনি শুধু জুম্ম জাতির জন্যই নয়,

সমস্ত কৃষক, শ্রমিক,অধিকার বঞ্চিত মেহনতী জনগণের অধিকার আদায়ে জন্মেছিলেন!

তিনি জন্ম নিয়েছেন হাজার, লক্ষ নিরীহ মানুষের

স্বপ্ন, জীবনধারণ পরিবর্তনের জন্যে,

তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন শুধু সেই সকল অধিকার বঞ্চিত মানুষের মুক্তির জন্যে।

শান্তি আর সমৃদ্ধির জন্য আমাদের প্রিয় নেতা,

জুম পাহাড়ে বেঁচে থাকার জন্য লড়াই করে গেছেন

মাথা উঁচু করে বাঁচার জন্য আওয়াজ তুলেছেন পাহাড় থেকে সমতলে,

জুম পাহাড়ে স্বাধিকার আন্দোলনের সবুজের পাঠশালায়।