লাকিংমে চাকমা হত্যার ন্যায়বিচারের দাবিতে চট্টগ্রামে প্রদীপ প্রজ্জ্বলন

0
810

হিল ভয়েস, ২২ জানুয়ারি ২০২১, চট্টগ্রাম: গতকাল ২১ জানুয়ারি ২০২১ বিকাল ৪:৩০ টায় লাকিংমে চাকমা হত্যার ন্যায়বিচারের দাবিতে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের নাগরিক সমাজ, বাংলাদেশ আদিবাসী ফোরাম (চট্টগ্রাম অঞ্চল) ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসানের সভাপতিত্বে এবং শ্রাবন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজ রহমান, ঐক্য ন্যাপের (চট্টগ্রাম) সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক প্রীতম দাস, শ্রমিক নেতা ডিসান তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সমাবেশে মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজ রহমান বলেন, বাংলাদেশে যে অপশাসন ব্যবস্থা ভর করেছে, এর বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ হতে হবে।

ঐক্য ন্যাপ (চট্টগ্রাম) এর সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশগুপ্ত বলেন, বাহাত্তর এর সংবিধান আদিবাসীদের বাঙালীকরণের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আদিবাসীদের শোষণের পথ প্রশস্ত করা হয়েছিল।

বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক প্রীতম দাস বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই লাকিংমের মতো শত শত নারী ধর্ষণের শিকার হচ্ছে। সকল ধর্ষণ, সাম্প্রদায়িকতা, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের সকল সচেতন নাগরিককে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিক নেতা ডিসান তঞ্চঙ্গ্যা লাকিংমের জন্য তার বাবা থানায় মামলা করতে গেলেও প্রশাসন মামলা নিতে রাজি হয়নি বলে অভিযোগ করেন এবং প্রশাসনের এই আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়াও বক্তারা গত দুইদিন আগে বান্দরবানের নিরাপত্তা বাহিনী কর্তৃক আদিবাসী নারী ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ করেন এবং ঐ ঘটনার সুস্থ বিচার দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে লাকিংমের স্মরণে ভালোবাসার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এবং পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের নেতাকর্মীবৃন্দ।