লক্ষীছড়িতে সেনা-সমর্থিত সন্ত্রাসী কর্তৃক এক জুম্ম যুবক আহত

0
990

হিল ভয়েস, ১৯ জুলাই ২০২০, খাগড়াছড়িসেনা-সমর্থিত সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীদের গুলিতে খাগড়াছড়ি জেলাধীন লক্ষীছড়ি উপজেলার সদর ইউনিয়নের তংতুল্যা পাড়া নামক এক গ্রামে এক জুম্ম যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের পরিচয় তংতুল্যা গ্রামের কংচাইরি মারমার ছেলে ঊষা মারমা (২৬) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ২০২০ শনিবার সকাল আনুমানিক ৮:০০ টার দিকে সংস্কারপন্থী ও ইউপিডিএফ-গণতান্ত্রিক সন্ত্রাসীদের একটি দল হঠাৎ তংতুল্যা পাড়া গ্রামে উপস্থিত হয়। এসময় সন্ত্রাসীরা গ্রামের এক দোকানে অবস্থানরত ঊষা মারমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ডান পায়ে গুলি লেগে ঊষা মারমা গুরুতরভাবে আহত হয়।

ঘটনাস্থলের পাশে অবস্থানরত লোকজন দ্রুত আহত ঊষা মারমাকে লক্ষীছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরই লক্ষীছড়ি উপজেলা হাসপাতালের ডাক্তাররা আহত ঊষা মারমাকে চট্টগ্রামে প্রেরণ করেন।

সন্ত্রাসীদের মধ্যে শ্যামল কান্তি চাকমা ও জ্যোতিষ দেওয়ান নামে দুই সশস্ত্র সদস্যকে স্থানীয়রা চিনতে পেরেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীছড়ি সদর থানা ও সেনা জোনের পাশে কুটির শিল্প বিল্ডিং ও লক্ষ্মীছড়ি ছাত্রাবাসেই সন্ত্রাসীরা সশস্ত্রভাবে অবস্থান করে আসছে এবং সেখান থেকেই নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।