রুমায় চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা

0
624
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২৫ ফেব্রুয়ারি ২০২২, বান্দরবান: বান্দরবান জেলার রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নের দুর্গম এলাকায় কার্বারীসহ (পাড়াপ্রধান) একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০:০০ টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় গ্রামের কার্বারীর ওপর ক্ষুব্ধ হয়ে পাড়ার বাসিন্দারা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তিরা হলেন লকরুই কার্বারী (৭০) এবং তাঁর চার ছেলে রুমতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)। এ ঘটনায় কার্বারীর আরেক ছেলে পালিয়ে রক্ষা পেয়েছেন। তিনি এখন পলাতক রয়েছেন। নিহত চার ভাইয়ের মধ্যে রিংরাও ম্রো ছিল কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায় যে, হামলাকারীরা প্রথমে লকরুই কার্বারীর বড় ছেলে রুমতুই ম্রোকে কুপিয়ে হত্যা করে। পরে কার্বারীর বাড়িতে গিয়ে লকরুই কার্বারী, ছেলে রেংঙি ম্রো, মেনওয়াই ম্রোকে হত্যা করা হয়। কার্বারীর কলেজপড়ুয়া সবার ছোট ছেলে রিংরাও ম্রো আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাঁকে সেখানে গিয়ে হত্যা করা হয়। কার্বারীর আরেক ছেলে পালিয়ে রক্ষা পেয়েছেন। তিনি এখন পলাতক।

স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, গত বছর থেকে কার্বারীর পরিবারের সঙ্গে জুমের সীমানা নিয়ে পাড়ার লোকজনের বিরোধ চলছে।

আরো অভিযোগ রয়েছে যে, কারবারির পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই কার্বারীর পরিবারকে কুপিয়ে মেরে ফেলেছে বলে সূত্র জানিয়েছে।