রুমায় বমপার্টি সন্ত্রাসী কর্তৃক দুইজনকে অপহরণ

0
316
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৬ ফেব্রুয়ারি ২০২৩, বান্দরবান: গত রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে বমপার্টি খ্যাত কেএনএফ কর্তৃক লারাম বম ও তার ছেলেকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে কোথায় নিয়ে গেছে এবং কী কারণে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে রুমার মুয়ালপি পাড়া থেকে যে ১৭টি মারমা পরিবার বমপার্টির হুমকিতে গ্রাম ছেড়ে রুমা সদরে আশ্রয় নিয়েছিল, সেসব পরিবার গতকাল রবিবার সকালে পাড়ায় ফিরে গেছে।

পাড়ায় ফেরার সাথে সাথে মারমা কার্বারিকে ডেকে বমপার্টির সশস্ত্র সন্ত্রাসীরা জোরপূর্বক সেনাবাহিনীর বিপক্ষে এবং কেএনএফের পক্ষে সাক্ষাৎকার দিতে বাধ্য করে বলে জানা গেছে।

শনিবার বিকালে কেওক্রডং পাড়ার কাছে বমপার্টির জন্য চাল, ডাল, জুতা, সবজি, তেলপারসহ খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি মিনি ট্রাককে আটক করেছে সেনাবাহিনী।