রাজস্থলীতে সেনা-সমর্থিত মগ পাটি’র গুলিতে এক বাঙালি আহত

0
1006
ছবি: সিএইচটিটাইমস২৪.কম

হিল ভয়েস, ২৬ জুন ২০২০, রাঙ্গামাটিরাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আরাকান লিবারেশন পার্টি থেকে দলচ্যুত সেনা-মদদপুষ্ট মগপার্টির সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক বাঙালি যুবক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে যে, গুলিতে আহত আলী আহম্মদ নামের উক্ত যুবকটি দীর্ঘ দিন যাবৎ ঐ এলাকায় তথা কথিত মগ পাটি’র চাঁদা সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন ২০২০ রাত আনুমানিক ৯:৩০ টার দিকে মুখোশ পরা মগ পার্টি’র একটি সশস্ত্র দল ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়াস্থ আলী আহম্মদের বাড়ি ঘেরাও করে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মাথায়, পিঠে ও হাতে গুলি লেগে গুরুতরভাবে আহত হন আলী আহম্মদ।

গুলি করার পরপরই সন্ত্রাসীরা চলে গেলে আহত আলী আহম্মদের আত্মীয়রা তাকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ডাক্তারের পরামর্শে আহত আলী আহম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাঙালি যুবক আলী আহম্মদ সেনা-মদদপুষ্ট মগ পার্টির একজন চাঁদা সংগ্রাহক বা কালেক্টর হিসেবে রাজস্থলী এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল।

মাস খানেক আগে থেকে আদায়কৃত চাঁদার একটি মোটা অংশ আত্মসাৎ করে আলী আহম্মদ মগ পার্টির সাথে বেঈমানী করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একারণেই ক্ষিপ্ত হয়ে মগ পার্টি’র সশস্ত্র সদস্যরা আলী আহম্মদকে গুলি করে খুন করতে চেয়েছিল।