রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

0
322

হিল ভয়েস, ১০ নভেম্বর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু থানা শাখার তত্ত্বাধানে মোট ১১টি গ্রামে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সকালে পুস্পস্তবক অর্পণ, শোক প্রস্তাব পাঠ, নীরবতা পালন ও আলোচনা সভা এবং সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো।

লংগদু উপজেলার যে সকল পাড়া/গ্রামে পালন করা হয়েছে- তার মধ্যে অন্যতম হলো- ৩নং গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা, জারুলছড়া, ভূইয়াছড়া ও শান্তিনগর; ৪নং বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া, নোয়াপাড়া, রনজিত পাড়া ও চিবেরেগা; এবং ৫নং ভাসন্যাদম ইউনিয়নের চাল্যাতুলি, খাগড়াছড়ি ও কুসুমছড়ি।

জুরাছড়ি উপজেলাধীন ৪নং দুমদুম্যা ইউনিয়নের বগাহালী, ছোট করইদিয়া, আদিয়াব আপ ছড়া, করল্যাছড়ি, নলবন্যা ছড়া, বড় করইদিয়া সহ মৈদং ও জুরাছড়ি ইউনিয়নে যৌথভাবে এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয়। জুরাছড়ি ও মৈদং ইউনিয়নে যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে জনসংহতি সমিতির জুরাছড়ি থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরকল উপজেলা সদর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান নেতার মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয় বলে জানা যায়। বড় হরিণা ইউনিয়নের মাঝি পাড়া, শুকনোছড়ি, দোকান ঘাট, মারিশ্যাছড়া, রাঙাপানিছড়া, ঢেবাছড়া, তৈবাঙ পাড়া, তৈবাঙ দোর, তাগলকছড়া, তাগলকছড়া দোর, কুকিছড়া, ডুলোছড়ি, বড় হরিণা দোর, উঠান ছাদারা, পাক মোড়, নন্দ ছড়া, ছোট হরিণা কুকিছড়া প্রভৃতি গ্রাম কমিটি কর্তৃক জুম্ম জাতীয় শোক দিবস পালন করা হয়। অপরদিকে ভূষণছড়া ইউনিয়নের গুইছড়ি গ্রাম, ছাদারা ছড়া গ্রাম, খুব্বাং গ্রাম, গামারী তলা গ্রাম, চুমাচুমি গ্রাম, পুলছড়া গ্রাম, ঠেগাদোর গ্রাম, মরা ঠেগা গ্রাম, পিত্তিছড়া গ্রাম, ধনুবাগ গ্রাম, উত্তর রদং কাবা গ্রাম, দক্ষিণ রদং কাবা গ্রাম, রকবিব ছড়া গ্রাম, বগাছড়ি গ্রাম, ডানে অজ্যাংছড়ি গ্রাম, বামে অজ্যাং ছড়ি গ্রাম, জাক্কো বাজেই গ্রাম প্রভৃতি গ্রাম কমিটি কর্তৃক শোক দিবস পালন করা হয়।

বাঘাইছড়ি উপজেলার সারোয়াতুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিজক খাগড়াছড়ি ছাড়াও সাজেক ইউনিয়নের তালছড়া, বাঘাইছড়ি ইউনিয়নের নিউ লাল্যঘোনা ও বাঘাইছড়ি স্পোর্টিং ক্লাব শিজক দোজর বাজারেও এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন অন্তর্গত অনেক গ্রামেও এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয় বলে জানা গেছে।