রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক হয়রানিমূলক তল্লাসী

0
376
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৩ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটির মগবান ইউনিয়নের ডুলুছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই নিরপরাধ জুম্ম গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাসীর অভিযোগ পাওয়া গেছে।

তল্লাসীর শিকার ‍দুই গ্রামবাসী – সুজন চাকমা (২৬), পিং- মরত্যা চাকমা, গ্রাম- ডুলুছড়ি, ৩ নং ওয়ার্ড, মগবান ইউনিয়ন ও প্রেম লাল চাকমা(৪২), পিতা- হজমনি চাকমা, গ্রাম- ডুলুছড়ি, ৬ নং ওয়ার্ড, জীবতলী ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১২ ডিসেম্বর ২০২১ গবঘোনা সেনা ক্যাম্প হতে দুপুর ১২ টার সময় ২২ জনের একটি সেনাদল ট্রলার যোগে ডুলুছড়িতে এসে বন্দুক টাক করে সুজন চাকমার বাড়ি ঘেরাও করে। সুজন চাকমা সে সময় বাড়িতে ছিলেন না। সেনাসদস্যরা বাড়িতে থাকা তার স্ত্রী তাক্কবী চাকমার সঙ্গে নানারকম অশ্লীল ভাষায় গালিগালাজ ও চন্দ্রজিৎ চাকমার বাড়ি কোথায় বলে বিভিন্ন হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে।

অপরদিকে, জীবতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের প্রেম লাল চাকমার বাড়ি তল্লাশী ও জিনিসপত্র তছনছ করে দিয়ে সেনাসদস্যরা বেলা ‍২ টার দিকে ক্যাম্পে চলে যায়।