মাটিরাঙ্গায় বাঙালি সেটলার কর্তৃক এক জুম্মর বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে জুম্ম নারী আহত

0
865

হিল ভয়েস, ১১ মার্চ ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় ৭ নং ওয়ার্ডের বরঝালা গ্রামে বাঙালি সেটলার কর্তৃক মঙ্গল কুমার চাকমা নামে এক জুম্মর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গত ৯ মার্চ ২০২১ সকাল আনুমানিক ১০:০০ টার দিকে এই ঘটনা ঘটে।

ডাকাতদের ছুরিকাঘাতে মঙ্গল কুমার চাকমার পুত্রবধু অনিতা চাকমা (২৬) গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত অনিতা চাকমার স্বামীর নাম সোহেল চাকমা। বর্তমানে তিনি মাটিরাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন সকালে বাড়ির অপরাপর সদস্যরা কাজে যাওয়ায় মঙ্গল কুমার চাকমার পুত্রবধু অনিতা চাকমা বাড়িতে একা ছিলেন। সকাল আনুমানিক ১০:০০ টার দিকে ৪/৫ জনের একদল বাঙালি সেটেলার ডাকাত মঙ্গল কুমার চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় অনিতা চাকমা বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা অনিতা চাকমার ওপর ধারালো ছুরি দিয়ে হামলা করে গুরুতর আহত করে। ডাকাতরা চলে যাওয়ার সময় অনিতা চাকমার স্বর্ণের কানের দুল, গলার চেইনসহ বাড়িতে রাখা অন্তত এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে অনিতা চাকমার মাথায় ও গালে গুরুতর জখম হয়।

পরে ঘটনাটি জানাজানি হবার পর স্থানীয়রা আহত অবস্থায় অনিতা চাকমাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ডাকাতির ঘটনা মাটিরাঙ্গা থানার পুলিশকে অবগত করা হলেও পুলিশ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে।