মধুপুরে গারো মা-ছেলের উপর দুর্বৃত্তের হামলা

0
723

হিল ভয়েস, ১২ আগস্ট ২০২০, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার মধুপুরে গারো মা-ছেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার (৮ আগস্ট), সকাল ১১টায় উপজেলার ৩নং বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুস্কৃতিকারীদের গবাদি পশু সূচনা চাম্বুগংয়ের (৪৫) জমির ফসল নষ্ট করে। এতে ওই আদিবাসী নারী প্রতিবাদ করতে গেলে একই গ্রামের মোহাম্মদ আবুল কালাম ও মোহাম্মদ করিম মা ও ছেলের উপর হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে মধুপুর উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এই ঘটনায় ভিক্টিমের পরিবার মধুপুর থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরী করেছেন।

এদিকে ঘটনার পর দুষ্কৃতিকারীরা ভুক্তভোগী আদিবাসী পরিবারকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলেছে বলে অভিযোগ উঠছে। ঘটনা মীমাংসা করার জন্য গত পরশু স্থানীয়ভাবে ৩নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হয়।

বৈঠকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন সহ আরো স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিত সালিশেও কোন সুরাহা আসেনি। বরং উল্টো দুর্বৃত্তরা হুমকি প্রদর্শন করছেই চলেছেন বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

গারো মা-ছেলের উপর বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, গারো স্টুডেন্টস্ ফেডারেশন ও বাগাছাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিও জানিয়েছে।